Durgapujo 2024 Special Kolkata Metro Route Map Guide to visit famous Pandals of Kolkata

মেট্রো চেপেই নিশ্চিন্তে ঘুরুট গোটা কলকাতা, রইল স্টেশনের কাছের সমস্ত ফেমাস দূর্গাপুজোর রুটম্যাপ

দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব, আর কলকাতার পুজো মানেই তার বিশেষ আকর্ষণ। কিন্তু পুজোর সময় রাস্তায় যানজট আর মানুষের ভিড়ে ঠাকুর দেখা মানেই লম্বা অপেক্ষা। আপনার এই সমস্যা মেটাতে মেট্রো হতে পারে আপনার সেরা সঙ্গী। এবার দুর্গাপুজো ২০২৪-এ মেট্রোতে কলকাতার উত্তরের পুজো থেকে দক্ষিণের পুজো পর্যন্ত ঘুরে দেখে নিন কম সময়ে, আর এড়িয়ে চলুন যানজট।

মেট্রোতে ঠাকুর দেখার প্ল্যান প্যান্ডেলের নাম সহ

মেট্রো রেলে নেই কোনো যানজটের ঝামেলা। উত্তর থেকে দক্ষিণ, হাওড়া থেকে সল্টলেক সব জায়গার বিখ্যাত ঠাকুর দেখতে মেট্রো হলো সহজ ও সময় সাশ্রয়ী উপায়। প্রতিটি মেট্রো স্টেশনের কাছেই রয়েছে জনপ্রিয় পুজো মণ্ডপ, যা আপনি কয়েক মিনিটের মধ্যে ঘুরে দেখতে পারবেন। আজ সেই রুটম্যাপই রইল আপনাদের জন্য যাতে নির্ঝামেলায় একেরপর এক জনপ্রিয় প্যান্ডেল দেখে নিতে পারেন।

দমদম

দমদম স্টেশন থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সর্বজনীন, ও সিঁথি মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এখানকার পুজোগুলোতে মানুষের ভিড় থাকে প্রচুর, তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো।

বেলগাছিয়া

এখান থেকে দেখা যাবে দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়, ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির পুজো প্রতি বছরই বিশেষ আকর্ষণ।

শ্যামবাজার

শ্যামবাজার থেকে হাঁটা দূরত্বে রয়েছে বাগবাজার সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, শ্যাম স্কোয়ার। এগুলোর প্যান্ডেল ও প্রতিমা দেখতে অনেক দূর থেকে মানুষ ভিড় করেন।

শোভাবাজার সুতানুটি

এই স্টেশন থেকে খুব কাছেই রয়েছে শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন। কুমোরটুলি মানেই ঐতিহ্যবাহী প্রতিমা শিল্প, যা দেখতে প্রতিমা প্রেমীরা ভিড় জমায়।

গিরিশ পার্ক

এখান থেকে যেতে পারেন বিডন স্কোয়ার, ৩৭ পল্লি, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি ইত্যাদি। বিডন স্কোয়ারের পুজো সবসময়ই আলাদা আকর্ষণ রাখে তাই এটা একদমই মিস করবেন না।

নেতাজি ভবন

দক্ষিণ কলকাতার পুজোর শুরু নেতাজি ভবন স্টেশন থেকে। এখান থেকে দেখে নিতে পারেন পদ্মপুকুর বারোয়ারি, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৮ পল্লি ইত্যাদি। তাছাড়া ভবানীপুরের পুজো মানেই উৎসবের স্পেশাল মেজাজ।

যতীন দাস পার্ক

এই স্টেশনে নেমে পৌঁছে যাবেন ম্যাডক্স স্কোয়ার, যা দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো। সঙ্গে রয়েছে বকুল বাগান সর্বজনীন২৩ পল্লি এগুলোও দেখে নিন।

কালীঘাট

বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী এগুলো কালীঘাটের একেবারেই কাছাকাছি, যেখানে দেখার মতো পুজোর প্যান্ডেল থাকে। বিশেষত দেশপ্রিয় পার্কের বিশাল প্রতিমা দেখতে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে প্রতিবছরেই।

রবীন্দ্র সরোবর

এখান থেকে যেতে পারেন মুদিয়ালি  সুরুচি সঙ্ঘ। সুরুচি সঙ্ঘের থিম পুজো প্রতি বছরই বিশেষ আকর্ষণ , তাই ওটা মিস করা একেবারেই চলে না।

মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ

টালিগঞ্জ থেকে খুব সহজেই বাসে করে এগিয়ে গেলে দেখে নেওয়া যাবে বেহালার প্যান্ডেল। আর সেদিক থেকে ফেরার পথেই পড়বে হরিদেবপুর অজেয় সংহতি,বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, ৪১ পল্লি এর পুজোগুলি।

নাকতলা বা গীতাঞ্জলি

নাকতলা উদয়ন সঙ্ঘ দক্ষিণের অন্যতম বিখ্যাত পুজো। এই পুজো প্যান্ডেল দেখতে হলে নাকতলা স্টেশনে নেমে একটু হাঁটা দিলেই হবে।

এই ছিল মেট্রোতে পুজোর প্যান্ডেল দর্শনের রুটম্যাপ। এই রুট অনুযায়ী ঠাকুর দেখতে বেরোলে কলকাতার যানজট অনেকটাই এগিয়ে যেতে পারবেন আর নিশ্চিন্তে ঠাকুর দেখাও হয়ে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X