নিউজশর্ট ডেস্কঃ Dynamo Electric Launches Eectronic Scooter: উৎসবের মরশুম আসতেই বাজারে নিত্যনতুন গাড়ি চলে এসেছে। বর্তমানে প্রতিযোগিতার বাজারে স্কুটার কোম্পানিগুলো নিত্য নতুন মডেল লঞ্চ করছে। আর এবার ইলেকট্রনিক স্কুটার(Electronic Scooter) মার্কেটেও নতুন মডেলের লঞ্চ হয়েছে। ইভি ইন্ডিয়া এক্সপো ২০২৩ এর মঞ্চে দেশীয় সংস্থা ডায়নামো ইলেকট্রনিক(Dynamo Electric) ৬ টি অত্যাধুনিক ইলেকট্রনিক্স স্কুটার লঞ্চ হবে বলে জানিয়েছে। মুম্বাই এবং গাজিয়াবাদের কারখানায় এই মডেলগুলো তৈরি হচ্ছে।
এই ছয়টি মডেলের মধ্যে দুটো স্কুটার হলো হাই স্পিড মডেল। আর বাকি চারটে লো স্পিড ইলেকট্রনিক ই স্কুটার। কি কি মডেল রয়েছে? Infinity, Alpha, Smiley, Rx1, Rx4 এবং Vx1 এই মডেলগুলি মিলবে।
Dynamo Rx1 ও Rx4 মডেল: এগুলির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার। এই দুটি হাই স্পিড মডেল। ফাস্ট চার্জিং প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি ভিতরে রয়েছে। যা ২-৩ কিলোওয়াট আওয়ার আউটপুট দেবে। এই দুটি মডেলই আরটিও থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। Rx1 এর দাম রাখা হয়েছে ৮২,০০০ টাকা , Rx4-এর দাম হবে ৯৯,০০০ টাকা (এক্স-শোরুম)।
Dynamo Infinity, Alpha, Smiley এবং Vx1 মডেল: এগুলি লো-স্পিড মডেল। ফুল চার্জ দিলে এগুলি ২০০ কিলোমিটার পর্যন্ত চলবে। ২-৩ কিলোওয়াট ক্ষমতার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যাবে। ১০-১২ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে সহজে হ্যান্ডলিং করা যায়। এগুলির এক্স-শোরুম মূল্য ৫৫,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর চার্জ করতে সময় নেবে তিন থেকে চার ঘন্টা।
ফিচার্স: ব্লুটুথ স্পিকার, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট, সেন্ট্রাল লকিং সিস্টেম, অগ্নি নিরোধক ব্যাটারি, ইন্টারচেঞ্জেবল ব্যাটারি অপশন, ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, জিপিএস ফাংশনালিটি এবং আইওটি টেকনোলজি এই বিশেষ ফিচার্স গুলি থাকবে।