Gold Bond

anita

Gold Bond: ব্যাঙ্ক-পোস্ট অফিসের থেকেও দ্বিগুণ লাভ! মাত্র দেড় বছরেই হবে টাকা ডবল

নিউজ শর্ট ডেস্ক: কষ্ট করে উপার্জনের টাকা কমবেশি সকলেই ব্যাঙ্ক (Bank) কিংবা পোস্ট অফিসে (Post Office) রেখে থাকেন। কিন্তু বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন সোনা বিনিয়োগকারীরা। কি ভাবছেন কীভাবে? আসলে ইদানিং পোস্ট অফিস স্কিম এবং ব্যাঙ্কের FD-র তুলনায় বেশি রিটার্ন দিচ্ছে আরবিআই -এর গোল্ড বন্ড স্কিম (RBI Gold Bond Scheme)।

   

তবে সব থেকে মজার বিষয় হল RBI-এর গোল্ড বন্ড স্কিমে একটি কিস্তি ম্যাচিউয়র হওয়ার আগেই বিনিয়োগকারীদের মুনাফা দেওয়া হয়। প্রসঙ্গত RBI-র তরফে ২০১৭-১৮ সালে গোল্ড বন্ড সিরিজ এক-এর রিডেম্পশন প্রাইজ ঘোষণা করা হয়েছে। এই সোনার রিডেম্পশন প্রাইজ প্রতি ইউনিটে ৭১৬৫ টাকা।

অর্থাৎ এক্ষেত্রে প্রতি ইউনিট পিছু বিনিয়োগকারীরা পাচ্ছেন মোট ৪২৬৪ টাকা। জানা যাচ্ছে এই কিস্তিটি খোলা ছিল ২০১৭ সালের  ২০ নভেম্বর। সেসময় এই বন্ডের অধীনে ১ গ্রাম সোনার দাম ছিল ২৯০১ টাকা। হিসাব অনুযায়ী ২০১৭-১৮ সালের সার্বভৌম গোল্ড বন্ড সিরিজ ১-এ বিনিয়োগকারীরা ৭ বছরে প্রায় ১৪৭ শতাংশ বা ২.৫ গুণ রিটার্ন পেয়েছেন।

গোল্ড বন্ড,Gold Bond,আরবিআই স্কিম,RBI Scheme,টাকা ডবল,Money Double,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুযায়ী চলতি বছরেই অর্থাৎ ২০২৪ সালের ২৯ এপ্রিল থেকে ৩ মে, পর্যন্ত রিডেম্পশন মূল্য নির্ধারণ করা হয়েছে। RBI-এর নিয়ম অনুযায়ী, গোল্ড বন্ডের যে কোনও বিনিয়োগকারীই সোনা বিক্রি করে বিরাট অর্থ উপার্জন করতে পারেন।

আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করেন! এই ছোট্ট ভুলের জন্য পড়তে পারেন বিরাট ফ্যাসাদে

RBI-এর সোনার বন্ডের রিডেম্পশন মূল্য ঘোষণার পর কেউ যদি SGB-এর অধীনে সোনা বিক্রি করতে চান তাহলে তিনি প্রায় ২.৫ গুণ টাকা পাবেন। কিন্তু এই  সময়ের মধ্যে ২০১৭-১৮ সিরিজের গোল্ড বন্ডে এক-এ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে এখনকার দিনে তিনি মোট ২.৪৭ লক্ষ টাকা রিটার্ন পেতেন।

গোল্ড বন্ড,Gold Bond,আরবিআই স্কিম,RBI Scheme,টাকা ডবল,Money Double,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

RBI তাদের Sovereign Gold Bond স্কিমে বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে প্রতি ছয় মাস অন্তর সুদ দেওয়া হয়। এক্ষেত্রে মোট লক-ইন পিরিয়ড হল 8 বছর। তবে বিনিয়োগকারীদের জন্য একটি রিডেম্পশন ক্লজও রয়েছে । প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই একটা সময় হু হু করে বেড়েছিল সোনার দাম। তবে আশার খবর এই যে গত ১৮ দিনে ২,৪০০ টাকা কমেছে সোনার দাম।

যার ফলে খানিকটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছেন সোনা ক্রেতা-বিক্রেতারা। তাই মনে করা হচ্ছে,এই অক্ষয় তৃতীয়াতেই আবার সোনা কিনতে ভিড় বাড়বে ক্রেতাদের। বৃহস্পতিবার, ৯ মে প্রতি ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ছিল ৬৮,৭৫০ টাকা। একইভাবে প্রতি ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৭২, ৩৫০। আর  ১০ গ্রাম পাকা সোনার বাট ৭২,০০০ টাকা।