Business Idea

Business Idea: চাকরির আশা ছাড়ুন! এই ইউনিক ব্যবসা একবার করতে পারলেই হবে দুর্দান্ত লাভ

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরি (Job) ছেড়ে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন কমবেশি অনেকেই। তবে ব্যবসা করলেই তো আর হয় না, বুদ্ধি খাটিয়ে এমন ব্যবসা করা উচিত যা থেকে আয় হবে মোটা টাকা। তাই ব্যবসা করার কথা ভাবলেই প্রথমেই আসে বিনিয়োগের কথা, আর সেই সাথে অনেকের মনে দোটানা কাজ করে ব্যবসায় সংক্রান্ত ঝুঁকি নিয়েও।

তবে আশা করি সকলেই জানেন ব্যবসা এমনই একটা জিনিস। যেখানে ঝুঁকি থাকবে কিন্তু তারপরেও ব্যবসার মতো স্বাধীন এবং লাভজনক উপার্জনের পথ আর দুটো নেই। তাই সব সময় এমন জিনিসেরই ব্যবসা করা উচিত গ্রাহকদের মধ্যে যে জিনিসের ব্যাপক চাহিদা রয়েছে।

ঠিক তেমনই আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা হয়ে উঠেছে মাটির জিনিসের ব্যবসা। সারা-বছর তো বটেই  বিশেষ করে এই গরমকালে মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার যায় অনেক বেড়ে। ঘর সাজানোর জিনিসের পাশাপাশি গরমকালে মাটির বাসনের চাহিদা এতটাই বেশি থাকে যে এই সমস্ত জিনিস বিক্রি করার সুযোগটাকে  কাজে লাগিয়েই উঠে আসেন অনেক নতুন সফল ব্যবসায়ী।

ব্যবসা,Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,মাটির পাত্র তৈরী,Clay Pot Making,বিরাট আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

উল্লেখ্য একটা সময় মাটির এই হাঁড়ি-কলসি সহ বিভিন্ন ধরনের মাটির বাসনপত্র পাওয়া যেত। এখন সেই সমস্ত মাটির বাসন পত্রকেই আবার  নতুন রূপে ফিরিয়ে আনা হচ্ছে। সবথেকে মজার বিষয় হল এখনকার দিনে অনেকেই কুম্ভকার না হওয়া সত্ত্বেও প্রশিক্ষণ নিয়েই মাটির এইসব বাসনপত্র থেকে শৌখিন জিনিসপত্র তৈরি করতে শিখছেন।

আরও পড়ুন: মাত্র ৩ বছরই মালামাল করতে পারে এই মিউচুয়াল ফান্ড! আপনিও কি এখানে বিনিয়োগ করেছেন?

আর এই ব্যবসায় একবার হাত পাকিয়ে ফেলতে পারলেই লাভবান হচ্ছেন অনেক নতুন ব্যবসায়ীরাও। এখনকার দিনের অভিনব এই মাটির বাসনপত্রের মধ্যে যেমন রয়েছে ঘর সাজানোর জিনিস তেমনি রয়েছে দই.বিরিয়ানি সহ অন্যান্য জিনিস রাখার দৃষ্টিনন্দন পাত্র,ডিনারসেট, জলের বোতল,কুঁজো,টেবিল ল্যাম্প,হ্যারিকেন ফ্রেম সহ নানন করুকার্য করা মাটির জিনিসপত্র।

ব্যবসা,Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,মাটির পাত্র তৈরী,Clay Pot Making,বিরাট আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই এখনকার দিনে শুধু গ্রামাঞ্চলেই নয় শহুরে এলাকাতেও বহু মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই সমস্ত মাটির জিনিসপত্র। তাই মাটির তৈরি এই সমস্ত জিনিসপত্র কিনে ব্যবসা করেও কিন্তু ভালো লাভ করা যেতে পারে। আনুমানিক হিসাব অনুযায়ী মাটির এই সমস্ত জিনিসপত্র কিনে বিক্রি করেই ২৫ থেকে ৩০ শতাংশ কিংবা তারও বেশি লাভ করা যেতে পারে।

ব্যবসা,Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,মাটির পাত্র তৈরী,Clay Pot Making,বিরাট আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়া গরম কালে মাটির কুঁজো তৈরি করলেও বিপুল আয় হওয়ার সম্ভাবনা থাকে। কারণ  গরমে বহু মানুষ মাটির কুঁজো কিনে তাতেই জল খান। তাই এখনকার দিনে নতুন প্রজন্মের অনেক ব্যবসায়ীও মাটির পাত্রের এই জিনিসপত্রের ব্যবসার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। 

Avatar

anita

X