Aadhar

anita

Aadhar: চাকরি ছাড়ুন, আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়েই প্রতি মাসে আয় করুন মোটা টাকা, জানুন কিভাবে?

নিউজ শর্ট ডেস্ক: চাকরির পরিবর্ত অধিকাংশ মানুষই এখন ঝুঁকছেন নিজের স্বাধীন ব্যবসার (Business) দিকে। তবে অনেকেই আছেন যারা সরকারি ব্যবসা (Government Business) করার কথা ভেবে থাকেন। কারণ সরকারি ব্যবসা করলে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজ আপনাদের জানাবো এমনই একটি সরকারি ব্যবসা সম্পর্কে। বর্তমানে সারা দেশজুড়ে যার ব্যাপক চাহিদা। আর এই চাহিদার কথা মাথায় রেখেই এখনকার দিনে অর্থ উপার্জনের একটি ক্ষেত্রে অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে ‘আধার ফ্রাঞ্চাইডিস ব্যবসা’ (Aadhar Franchise Business)।

   

বর্তমান দিনে আমাদের দেশের প্রতিটি নাগরিকের কাছেই সচিত্র পরিচয় পত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। যা প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্যই বাধ্যতামূলক। আর এই আধার কার্ড বিষয়ক কাজগুলি করার জন্যই  যদি কেউ আধার কার্ড ফ্রাঞ্চাইজির ব্যবসা করতে পারেন তাহলে তা থেকে খুব অল্প সময়ের মধ্যেই অনেক অর্থ উপার্জন করা যেতে পারে। আসুন এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যাক।

যদি কেউ আধার ফ্রাঞ্চাইজির ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে তার জন্য প্রথমেই প্রয়োজন হবে লাইসেন্সের। এই লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীদের UIDAI-এর একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যে সমস্ত আবেদনকারী এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের আধার লিস্টিং ও বায়োমেট্রিক যাচাইকরণ করতে হবে এবং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Aaadhar

লাইসেন্স নেওয়ার পদ্ধতি

আধার ফ্রাঞ্চাইজির ব্যবসা করার জন্য যে লাইসেন্স দরকার হয় তার জন্য আবেদন করতে হয়। আসুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতিটি।

প্রথমেই NSEIT ওয়েবসাইটে থেকে XML ফাইল ওপেন করতে হবে, এরপর একটি নির্দিষ্ট অপশনে শেয়ার কোড লিখতে হবে।

পরবর্তী ধাপে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ই আধার ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে XML ফাইল এবং শেয়ার কোড দুটিই ডাউনলোড হয়ে যাবে।

এরপর স্ক্রিনে যে ফর্ম দেখাবে সেখানে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন: এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! চেক করুন আজই

 

এবার আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর এবং  ইমেল আইডিতে একটি আইডি আর পাসওয়ার্ড আসবে।

এই ভাবে পরপর সমস্ত পদ্ধতি মেনে আধার টেস্টিং এবং সার্টিফিকেশন পোর্টালে লগ ইন করার পর সেখানে থাকা নির্দিষ্ট ফর্মে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করতে হবে।

এরপর আঁধার লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত অর্থ প্রদান করতে হবে।

টাকা জমা করার পর চালান ও রসিদ ডাউনলোড করে নিতে হবে। তবে ভবিষ্যতে প্রয়োজনের কথা ভেবে চালান ও রসিদ দুটোই প্রিন্ট আউট করে রাখা যেতে পারে।

অর্থ উপার্জন,Earn Money,আধার ফ্র্যাঞ্চাইজি,Aadhar Franchise,সরকারি ব্যবসা,Government Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আধার কার্ড ফ্রাঞ্চাইজি নিলে কি কি কাজ করতে হয়?

আধার কার্ডে যদি কারও ছবি অস্পষ্ট আসে বা ছবিতে অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই ছবি ডিলিট করা কিংবা পরিবর্তন করা।

ভুল সংশোধন করা, অর্থাৎ কারও আধার কার্ডে যদি নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, কিংবা জন্ম তারিখের মধ্যে কোনো ভুল থাকে তাহলে ঠিক করা।

আধার কার্ডে থাকা ইমেল আইডি পাল্টানো বা আপডেট করা।

পুরনো মোবাইল নম্বর বাতিল করে আধার কার্ডে নতুন মোবাইল নম্বর সংযুক্ত করা।

নতুন আধার কার্ড তৈরি করা।