PayTm

Paytm: এখন শুধু খরচ নয়! মোটা টাকা রোজগার হবে Paytm থেকেই! রইল ৫ টি সহজ টিপস

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান যুগে এখন সবকিছুই হয় ডিজিটাল(Digital) মাধ্যমে। ক্যাশ লেনদেনের থেকে অনলাইন পেমেন্টের দিকে মানুষের ঝোঁক বেশি। এই অনলাইন পেমেন্ট এখন বিভিন্ন মাধ্যমে করা যায়। যার মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো Paytm। এই অ্যাপ নিয়মিত ব্যবহার করেন এমন গ্রাহক সংখ্যা প্রচুর। অনেকেই আছেন যারা পেটিএম ব্যবহার করেও ক্যাশব্যাক না পেয়ে হতাশ হয়ে এটি ব্যবহার করাই বন্ধ করে দিয়েছেন।

কিন্তু আপনি এরকম হতাশ হবেন না। আপনি চাইলে একাধিক উপায়ের মাধ্যমে ক্যাশব্যাক পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে পেটিএম থেকে যে বাড়তি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই প্ল্যাটফর্মে বিভিন্ন কাজে নির্দিষ্ট অংকের ক্যাশব্যাক পাওয়া যায়। যেমন মোবাইল রিচার্জ কিংবা বিল পেমেন্ট গ্রাহকেরা এইসব ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করতে পারেন।

এছাড়া মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ড পেমেন্ট, গ্যাস বুকিং, সিনেমা টিকিট ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট করার মাধ্যমে একাধিক প্রোমো কোড এবং অফার পেয়ে যাবেন গ্রাহকেরা। এই প্রোমো কোডগুলোকে  কাজে লাগিয়ে প্রত্যেক পেমেন্টে ক্যাশব্যাক লাভ করতে পারবেন। এই ক্যাশব্যাক-এর মাধ্যমে মোটা টাকা উপার্জন হবে আপনার। এই টাকা আপনি পরবর্তী রিচার্জ অথবা কোন বিল পেমেন্ট-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: South Bengal: শীত উধাও! কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, অ্যালার্ট জারি

ইউপিআই(UPI) ব্যবহার করে বর্তমানে বহু কাজ সহজে করা যায়। তাই কেউ চাইলে পেটিএম-এর মধ্যে paytm ওয়ালেট দিয়ে এসব আর্থিক লেনদেনের কাজ করতে পারবেন। এজন্য পেটিএম অ্যাপে মাঝেমধ্যে একাধিক অফার দেওয়া হয়। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ওয়ালেটে অ্যাড করলে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ক্যাশব্যাক পয়েন্টস পেয়ে যেতে পারেন। আপনি paytm এ অপশনটি পেয়ে যাবেন পেটিএম হোম পেজ > ডিলস অ্যান্ড ক্যাশব্যাক > ওয়ালেট অফার্সে।

আপনি যদি paytm থেকে বিভিন্ন পেমেন্ট করে থাকেন তাহলে ক্যাশব্যাক অথবা ক্যাশব্যাক পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ করা হয়। আপনার এই পয়েন্ট কিন্তু পেটিএম ভাউচার কেনার অথবা শপিংয়ের কাজেও লাগাতে পারেন। এই পয়েন্ট দিয়ে আপনি মোবাইল রিচার্জ করার সময় ভাউচার ব্যবহার করতে পারবেন।

Papiya Paul

X