Make Money:

anita

Make Money: এবার আপনিও হতে পারেন লাখপতি! AI দিয়ে ভিডিও বানানোর জন্য রয়েছে এই ৫ সহজ পদ্ধতি

নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অর্থ উপার্জনের ক্ষেত্রে জনপ্রিয় মাধ্যম হয়েছে বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম (Online Platfom) গুলি। একাধিক  অনলাইন সাইটের মাধ্যমেই বহু মানুষ এখন অর্থ উপার্জন করছেন। সম্প্রতি OpenAI এর Sora ওয়েব দুনিয়ার এমনি একটি মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আসুন দেখে নেওয়া যাক প্রযুক্তিগত ভাবে ব্যাপক উন্নত এই Sora অনলাইনের মাধ্যমে কিভাবে উপার্জন করা যেতে পারে।

   

স্টক ফুটেজ বিক্রি

এখনকার এই ডিজিটাল দুনিয়ায় বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করার ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উচ্চমানের স্টক ভিডিও গুলির ক্ষেত্রে অনেক বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।  এই ধরনের ভিডিও নির্মাতারা মনে করেন Sora’তে এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসার সাথে সাথে স্টক ফুটেজের সাথে সম্পর্কযুক্ত শিল্প নষ্ট হয়ে যাবে।কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। Sora নির্মাতারাম মূলত দুই ধরনের ভিডিও শুট করতে পারেন। একটি হল আই এবং অপরটি হল নন এআই। মূলত এই দুই ধরনের ভিডিও’ই ডিজিটাল সামগ্রী হিসেবে অনলাইনে বিক্রি করা যেতে পারে। তবে এক্ষেত্রে যার ক্রিয়েটিভিটি জোট বেশি তার উপার্জন-ও তত বেশি।

ইউটিউবে ভিডিও তৈরী:

এখনকার দিনে উপার্জনের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব ভিডিও। বর্তমানে অন্যান্য অনলাইন প্লাটফর্ম গুলির মতোই ব্যাপক জনপ্রিয় এই ইউটিউব। স্পনসরশিপ, বিজ্ঞাপন এবং দর্শকদের অনুদান থেকেও ভালো টাকা যায় করা যায়। ইউটিউবে শিক্ষামূলক,বিনোদনমূলক কিংবা বিভিন্ন আকর্ষণীয় বিষয়ের ওপর ভিডিও তৈরি করলে অনেক ভালো টাকা উপার্জন করে করা যায়। তবে এখানে বলে রাখি যে ভিডিও যত বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারে সেই ভিডিও থেকে তত বেশি আয় হয়।

অনলাইন প্লাটফর্ম,Online Platfom,OpenAI,Sora,অর্থ উপার্জন,Earn Money,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengal

টিউটোরিয়াল ভিডিও তৈরি

সুন্দর ভয়েস ওভার দিয়ে যদি আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও বানানো যায় তাহলে তা থেকেও ভালো পরিমাণে  অর্থ উপার্জন করা যেতে পারে। এই ধরনের ভিডিওগুলি ব্যক্তিগত ভাবে কিংবা অন্য কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থেকেও করা যেতে পারে। মূলত নিজের দক্ষতার উপর ভিত্তি করেই  যে কোনো ধরনের প্রোগ্রামিং, রান্না, আঁকা,নাচ,ব্যায়াম কিংবা পড়াশোনার বিষয় ইত্যাদি শেখানোর ওপরেই টিউটোরিয়াল ভিডিও পোস্ট দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা যায়।

আরও পড়ুন: আরও সস্তা হবে অনলাইন শপিং! Meesho ফিনিশ, এবার আসছে অ্যামাজন বাজার

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

কেউ চাইলে এই Sora Open AI কে  সামাজিক বিপণনের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারেন। সামাজিক বিপণন প্রক্রিয়াগুলিকে উন্নত করার বিভিন্ন ভিডিও বানিয়ে কিংবা ব্যক্তিগত ভিডিও তৈরি করে শেয়ার করা যেতে পারে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এর ভিডিও বানিয়ে যে যত বেশি ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারবেন তার উপার্জন তত বৃদ্ধি পাবে।

অনলাইন প্লাটফর্ম,Online Platfom,OpenAI,Sora,অর্থ উপার্জন,Earn Money,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengal

ব্যক্তিগত ভিডিও নির্মাণ

এখনকার দিনে অনেকেই নিজের  ব্যক্তিগত জীবনের নানান  বিষয়ের ওপরেও বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করে থাকেন। অনেকে আবার নিজেদের ব্যক্তিগত ভিডিও তৈরি করার জন্য প্রফেশনাল মানুষ খোঁজেন। তবে কেউ চাইলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ তৈরি করে নানান কোম্পানির সঙ্গেও তা যুক্ত করতে পারন। এভাবেও ভালো টাকা উপার্জন করা সম্ভব হয়।