Investment

Papiya Paul

Investment: মাসে ৩০ হাজার কামিয়ে কোটিপতি হওয়ার ইচ্ছে! জেনে নিন কোথায় কিভাবে ইনভেস্ট করবেন?

নিউজশর্ট ডেস্কঃ এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার(Income) করেন। কিন্তু এক টাকাও সঞ্চয় করতে পারেন না। আর এই স্বভাব ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখন থেকে বেতন পাওয়া শুরু হয় সেই সময় থেকেই প্রত্যেক মাসে কিছু টাকা আলাদা করে জমানো উচিত। তাহলে আর ভবিষ্যতের টাকা-পয়সা নিয়ে সেভাবে ভাবতেই হবে না।

   

সঞ্চয় হলো মানুষের জীবনের অন্যান্য অভ্যাসের মত একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। এটি যত তাড়াতাড়ি শুরু করবেন তত আপনার লাভ হবে। আপনার যদি ৩০ হাজার টাকা বেতন থাকে। তাহলে কোথায় কত টাকা বিনিয়োগ(Investment) করবেন এবং পরবর্তীকালে এই টাকা থেকে মোটা টাকা আসবে এই বিষয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। বর্তমানে বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর অপশন রয়েছে।

তবে আপনি যদি মোটা টাকা রিটার্নের আশা করে থাকেন। তাহলে অল্প রিস্ক নিলে আপনি এসআইপিতে টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে মোটা টাকা রিটার্ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই এসআইপিতে বিনিয়োগের আগে আপনার কোথায় কি খরচ হচ্ছে সমস্ত কিছুর হিসাব তৈরি করে রাখতে হবে। এরপর যে টাকাটা বাঁচছে সেই টাকাটি প্রত্যেক মাসে বিনিয়োগের জন্য বরাদ্দ করতে হবে।

Low Investment Crorepati Plan

আরও পড়ুন: Investment: নেই কোনো রিস্ক, মিলবে ট্যাক্স ছাড়, মাসে ৫০০০ টাকা বিনিয়োগে ম্যাচিউরিটিতে পাবেন ২৬ লাখ টাকা!

মনে রাখবেন, এক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ রাখতে হবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের স্কিমে আলাদা আলাদা ভাবে টাকা রাখতে পারবেন। চেষ্টা করবেন একাধিক স্কিমে আলাদাভাবে টাকা ভাগ করে রাখতে হবে যা ভবিষ্যতে আপনার কাজে দেবে। এক্ষেত্রে ৫০-৩০-২০ মেনে চলা উচিত এক্ষেত্রে ৫০ শতাংশ হচ্ছে আপনার প্রতিদিনের খরচ আর বাকি ৩০ শতাংশ কোন দরকার বা ইচ্ছের জন্য খরচ করলেন আর বাকি ২০ শতাংশকে অবশ্যই বিনিয়োগ করতে হবে।

আপনি চাইলে এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, সোনা ক্রয়, কিংবা হেলথ ও টার্ম ইন্সুরেন্সের বিনিয়োগ করতে পারেন। অর্থ বিনিয়োগের আগে কোথায় কি সুবিধা রয়েছে, ট্যাক্স ছাড় আছে কিনা রিস্ক কতটা আছে সমস্ত কিছু আগে ভালো করে জেনে নেবেন। আর ভবিষ্যতে অবসরের সময় মোটা টাকা পেতে চাইলে লং টাইমে বিনিয়োগ প্রসেস চালিয়ে যেতে হবে।