Sim Lock

Sim Lock: মোবাইলের সিম লক না করলেই মহাবিপদ! আগে থেকেই জেনে রাখুন এই সহজ টিপস

নিউজ শর্ট ডেস্ক: সিম কার্ডই (Sim Card) হল যে কোন মোবাইল (Mobile) ফোনের প্রাণ ভোমরা অর্থাৎ এই সিম কার্ড ছাড়া এককথায় অচল যে কোনো মোবাইল। তাই একটি ফাইভ জি ফোন হোক কিম্বা একটি অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনের ক্ষেত্রেই সিম কার্ড চুরি হয়ে গেলে সেটি লক (Sim Lock) করতে অধিকাংশ ক্ষেত্রেই যোগাযোগ করা হয় টেলিকম অপারেটরের সঙ্গে।

যখন কোন ফোন ফোন চুরি হয়ে যায় তখন একজন চোর খুব সহজেই ফোন থেকে সিম কার্ড সরিয়ে অন্য একটি ফোনে সেই সিম লাগিয়ে নিতে পারে। তাই এই সিম চুরি রোধ করতেই এন্ড্রয়েড ফোনে সিম কার্ড লক নামের একটি বৈশিষ্ট্য রয়েছে।

যা সিম কার্ডকে সুরক্ষিত রাখতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে দেয়। ফোন থেকেই  সিম কার্ড লক করা হলে সিমটি আনলক না করার পর্যন্ত টেলিকম পরিষেবা গুলিকে তা ব্যবহার করা থেকে বাধা দেয়।

সিম কার্ড,Sim Card,মোবাইল,Mobile,সিম কার্ড লক,Sim Card Lock,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অর্থাৎ একটি ফোন শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্যারিয়ারের সিম কার্ড ব্যবহার করতে পারে।এই লকটি হলো একটি পিন যা সিম কার্ড লক করা পর একটি পিন পাওয়া যায। প্রত্যেকবার ফোন চালু করার সময় অবশ্যই এটি এন্ট্রি করাতে হয়।

আরও পড়ুন: বাড়িতে এই কুলার থাকলেই কেল্লাফতে! ঠান্ডা হাওয়ায় ঘুম আসবে কুম্ভকর্ণের মতো

এমনকি যদি সিমটি  অন্য ফোনেও সরানো হয়, তাহলেও সিমের আনলক পিন জেনে তবেই সেই সিম অন্য কোন ফোনে বা ব্যবহার করা যায়। সিমের এই আনলক পিন না জানলে তা সিম কার্ডকে অন্য ফোনে ব্যবহার করতে বাধা দেয়।

সাধারণত একটি সিম কার্ড লক সেট আপ করার জন্য অপারেটর দ্বারা সেট করা ডিফল্ট পাসকোডটি প্রবেশ করতে হবে৷ এই পিনটি প্রায়শই ফোনের সঙ্গে আসা প্যাকেজিংয়ে থাকে। তাই নতুন সিম পাওয়ার সাথে সাথে এটি অবশ্যই সেভ করতে হবে। তবে সিম কার্ড লক সেট আপ করার আগে, ডিফল্ট পিন জানেন কিনা তা নিশ্চিত করতে হবে। কারণ ভুল পিন দিলে সিম লক আউট হয়ে যাবে৷

সিম কার্ড,Sim Card,মোবাইল,Mobile,সিম কার্ড লক,Sim Card Lock,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ফোন থেকে সিম কার্ড লক অ্যা]ক্টিভ করতে গেলে প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর নিচে স্ক্রোল করে নিরাপত্তা ও গোপনীয়তা নির্বাচন করতে হবে। এরপর পেজের নীচে থাকা আরও নিরাপত্তা সেটিংস নির্বাচন করতে হবে। এরপর সিম কার্ড লক অপশনে ক্লিক করতে হবে।

এক্ষেত্রে ডিফল্ট পিন লিখতে বলা হয়। এটি চালু হওয়ার পর, পিন পরিবর্তন করতে সিম পিন পরিবর্তন করুন অপশনে যেতে হবে। এরপর প্রথমে পুরনো পিন লিখে, তারপর নতুন পিন লিখতে হবে এবং শেষে ওকে অপশনে ক্লিক করতে হবে। তবে পুরনো দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। তিনবার ভুল পিন দিলে সেই সিম ব্লক হয়ে যেতে পারে।

Avatar

anita

X