Ei Path Jodi Na Sesh Hoi actress Anwesha Hazra and Mishmee Das coming in Zee Bangla Cooking Show Randhaney Bandhan

দারুণ সুখবর! ‘এই পথ যদি না শেষ হয়’র পর আবারও একসাথে পর্দায় ফিরছেন অন্বেষা-মিশমি

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের জন্য জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসার পর্দায় একাধিক সিরিয়াল (TV Serial) সম্প্রচারিত হয়। তবে কিছু কাহিনী এমন থাকে যা শেষ হয়ে গেলেও সকলের মনে থেকে যায়। এমনই একটি মেগা ছিল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoi)। গল্পে উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরার (Anwesha Hazra) ‘টুকাই বাবু’ ডাক আজও মনে আছে নিশ্চই? তাছাড়া ভিলেন ‘রিনি’ থুড়ি মিশমির (Mishmee Das) কূটনী চরিত্রের অভিনয়ও প্রশংসিত হয়েছিল ব্যাপকভাবে।

সম্প্রতি অন্বেষা-মিশমি ফ্যানদের জন্য দারুণ সুখবর মিলেছে। জানা যাচ্ছে আবারও পর্দায় ফিরছেন দুই অভিনেত্রী। তাও আবার একই সাথে। ‘এই পথ যদি না শেষ হয়’এ একেঅপরের চরম শত্রু হলেও বাস্তবে কিন্তু দুজনেই বেশ ভালো বন্ধু। মিশমি যখন ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন তখন চোখে জল এসেছিল অন্বেষার। এমনকি সিরিয়ালের শেষ সম্প্রচারের পরেও বেশ কিছুদিন দর্শকেরা আক্ষেপ করেছিলেন।

সোশ্যাল মিডিয়াতে নানা পোস্টে উর্মি-টুকাইবাবুর গল্প মিস করার কথা জানিয়েছিলেন। তবে দুজনের আবারও পর্দায় ফেরার খবর প্রকাশ্যে আসতেই খুশি হয়ে গিয়েছেন নেটিজেনরাও। কিন্তু কবে থেকে দেখা যাবে তাদের? কোন চ্যানেলে? উত্তরে জানা যাচ্ছে নতুন মেগায় নয় বরং জি বাংলার নতুন কুকিং শো ‘রন্ধনে বন্ধন’ এর অতিহি হয়ে আসছেন অন্বেষা-মিশমি।

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

আরও পড়ুনঃ ‘হাসি ছাড়া কিছুই আসছে না…’, স্লটলিডার হয়েও বন্ধ মেগা, চ্যানেলকে কটাক্ষ অপরাজিতার!

আগামী ২০ই জুন টিভির পর্দায় একসাথে দেখা যাবে মিশমি ও অন্বেষাকে। অভিনেত্রীরা নিজেই সুখবর শেয়ার করেছেন নিজেদের ইনস্টাগ্রামে। যেখানে লাল শাড়িতে অন্বেষাকে ও নীল শাড়িতে মিশমিকে দেখা যাচ্ছে। তাছাড়া ছবিগুলি দেখলেই বোঝা যাচ্ছে একসাথে রান্না করেছেন তাঁরা দুজনে।

ছবিগুলি মাত্র কয়েক ঘন্টা আগে শেয়ার করলেও তাতে হু হু করে বাড়ছে লাইকের সংখ্যা। বোঝাই যাচ্ছে যে দুজনকে একসাথে দেখার জন্য দর্শকেরাও বেশ উত্তেজিত হয়ে আছেন। এখন অপেক্ষা ২০ই জুন ‘রন্ধনে বন্ধন’ সম্প্রচার শুরু হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X