নিউজশর্ট ডেস্কঃ প্রতিমাসেই খরচ বাড়ছে বই কমছে না। তারপর গরমকাল পেরিয়ে বর্ষা এলেও তাপমাত্রা স্বাভাবিক হয়নি। যে কারণে সর্বদাই চলছে ফ্যান, AC, যার ফলে বিদ্যুতের বিলও (Electricity Bill) বেড়েছে অনেকটাই। কিন্তু এবার কারেন্টের বিলের খরচ আরও বেড়ে গেল পশ্চিমবঙ্গবাসীদের। কতটাকা বাড়ল দাম? চলুন জেনে জেওয়া যাক এই প্রতিবেদনে।
আবারও বাড়তে চলেছে ইলেকট্রিক বিল!
ঠিকমত লক্ষ্য করলে দেখা যাবে গতবছরের তুলনায় এবছরে বিদ্যুতের দাম বেশ কিছুটা বেড়েছে। ১ বছরের ব্যবধানে যে দাম বেড়েছে সেটা সামাল দিতে গিয়েই যাই যাই অবস্থা গ্রাহকদের। একদিকে যেমন ফিক্সড চার্জ ডাবল হয়ে গিয়েছে তেমনি বেড়েছে মিনিমাম চার্জও। এর ফলে কলকাতা ও পার্শবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ CESC গ্রাহকদের অবস্থা খারাপ!
তাই এই অতিরিক্ত বিদ্যুতের মাশুলের প্রতিবাদে রাস্তায় নামল অল বেঙ্গল ইলেট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তথা অ্যাবেকা (ABECA)। CESC এর FPPAS এর নাম করে বিদ্যুতের বিল বাড়ানোর প্রতিবাদেই এই কর্মসূচি। এদিন ABECA এর সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস জানান, “বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে।”
সুব্রতবাবু আরও জানান, ‘মিনিমাম চার্জ বৃদ্ধি করার ফলে রাজ্যের ক্ষুদ্রশিল্প ও ক্ষুদ্র কৃষি ধ্বংস করা হচ্ছে। গ্রামের ক্ষেত্রে ঘরোয়া গ্রাহকদের ৩০০ ইউনিট বিদ্যুতের স্ল্যাবে ১৮ পয়সা দাম বাড়ানো হয়েছে। একইসাথে গ্রাহকদের স্মার্টলি লুট করার যন্ত্র স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত জনবিরোধী কাজের প্রতিবাদেই বুধবার পথে নামছি আমরা’।
তাঁর মতে, ২৪শে জুলাই CESC ভবনে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি আয়োজিত হবে। হাজার হাজার গ্রাহকেরা এদিন সাক্ষর করে স্মারকলিপি দেবেন CESC এর অফিসে। যেভাবে কলকাতায় CESC ও বাকি রাজ্যে WBSEDCL দাম বাড়িয়েছে তাতে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে’।