Koushik Dutta

একবার চার্জ দিলেই বাইক চলবে ২৭ কিলোমিটার, খরচ হবে ০.৬ ইউনিট বিদ্যুৎ

লকডাউনের আবহে নিজেদের কাজ ঠিকই করে যাচ্ছিলেন পড়ুয়ারা। যার নমুনা এক ইলেকট্রনিক বাইক। কম দামের মধ্যে তৈরি এই ই-বাইক একবার চার্জ দিলে চলবে ২৭ কিলোমিটার। পুরো চার্জ হতে লাগবে আড়াই ঘন্টাই। ফুল চার্জ হতে এই বাইক নেবে ০.৬ ইউনিট বিদ্যুৎ। কোয়েম্বাটুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে এই বিশেষ বাইক।