কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার বিরুদ্ধে ফ্ল্যাট কেনা বেচা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার এই অভিযোগের জন্য চারিদিকে বিতর্ক শুরু হয়েছিল। এবার এই ঘটনাকে নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল ইডি। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাতকে এবার সমন পাঠালো ইডি।
সূত্রের খবর, তাকে সিজিএও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, এই দুর্নীতি প্রমাণ হলে জেলে যেতে হতে পারে অভিনেত্রীকে। এই নুসরাত সেভেন্থ সেন্সাস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের একসময় ডিরেক্টর ছিলেন। যখন তিনি ডিরেক্টর ছিলেন বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রায় ২০ প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যদিও কিছুদিন আগে প্রেস ক্লাবে বসে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে বলে তিনি জানান। উল্লেখ্য, নুসরতের পাশাপাশি এই সংস্থার সিইও রাকেশ সিংকেও সমন পাঠিয়েছে ইডি। তাকেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার নুসরাত কি ইডির ডাকে সেখানে যাবেন? উঠছে প্রশ্ন।