Arijit

ঐতিহাসিক পাক সফর বাতিলের পথে ইংল্যান্ড, প্রাণভয়ে শঙ্কিত ইংরেজরা

অক্টোবর মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের। পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান দলের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ইয়ন মর্গ্যানদের। পাকিস্তানে সন্ত্রাসবাদি হামলা হওয়ার পর গত 16 বছর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড দল। 16 বছরে প্রথমবার ইংল্যান্ডের পাকিস্তান সফর। অপরদিকে এই প্রথমবার পাকিস্তানে খেলতে যেতে চলেছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই এই সিরিজ ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল পাকিস্তান ক্রিকেট ভক্তদের মধ্যে। কারণ দীর্ঘদিন পর কোন বড় দল পাকিস্তান সফরে যেতে চলেছে। তবে ইংল্যান্ডের এই পাকিস্তান সফর ঘিরে তৈরি হল জটিলতা, এমনকি সুরক্ষার কারণে বাতিলও হতে পারে ইংল্যান্ডের পাকিস্তান সফর।

   

এই মুহূর্তে আফগানিস্তান পুরোপুরিভাবে তালিবানদের দখলে চলে গিয়েছে। আর আফগানিস্তানের খুব কাছেই পাকিস্তান। পাকিস্তানেও বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠী বসবাস করে। স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনা দেখার পর নিজেদের খেলোয়াড়দের নিয়ে বেশ উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ” 2006 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের উপর সন্ত্রাসবাদী হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ হয় না। দীর্ঘদিন পর আমরা সেখানে যেতে রাজি হয়েছি। তবে ক্রিকেটারদের পাকিস্তান সফরের পাঠানোর আগে নিরাপত্তার দিকটি পুরোপুরি ভাবে পর্যালোচনা করবো এবং নিরাপত্তা সুনিশ্চিত হলে তবেই দল পাঠাবো। সেই সঙ্গে তিনি বলেছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার পাকিস্তান সফর এড়িয়ে যেতে চাইছে।”