আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের থেকে দেখেছি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নতুন এবং পুরনো ক্রিকেটারদের সম্মেলনে বেছে নেন সর্বকালের সেরা একাদশ। এবার তেমনই একটি দল বেছে নিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বিভিন্ন ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে বেছে নিলেন সর্বকালের সেরা টেস্ট একাদশ।
নিজের সর্বকালের সেরা টেস্ট একাদশের অধিনায়ক হিসেবে মর্গ্যান রেখেছেন নিজের দেশেরই অ্যালেস্টার কুক-কে। তবে আশ্চর্যজনকভাবে টেস্ট ক্রিকেটের তিন কিংবদন্তি ক্রিকেটারকে এই দল থেকে বাদ দিয়েছেন মর্গ্যান। তারা হলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকার, শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুতাইয়া মুরালিধরন এবং কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন।
এক নজরে দেখে নেওয়া যাক ইয়ন মর্গ্যানের পছন্দের সর্বকালের সেরা টেস্ট একাদশ:-
অ্যালিস্টার কুক (অধিনায়ক), জ্যাক কালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, এমএস ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও মিচেল জনসন।