নিউজ শর্ট ডেস্ক: হোম ইন্টারনেট স্টার্টআপ সংস্থা এক্সাইটেল (Excitel) এবার কম দামে দিচ্ছে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। গ্রাহকদের বিনোদনে ভরিয়ে তুলতে উচ্চ-গতির ব্রডব্যান্ড কানেকশন সহ আনা হয়েছে IPTV পরিষেবা। এই নতুন প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকরা ৫৫০+ এর বেশি প্রিমিয়াম কেবল টিভি এবং ফ্রি টু এয়ার চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা স্টার প্লাস এইচডি, কালার এইচডি,সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এইচডি, স্পোর্টস ১৮.এমটিভি এইচডিসহ অন্যান্য জনপ্রিয় চ্যানেল দেখতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি এক্সাইটেল টিভি পরিষেবার সাথে তিনটি সস্তার প্ল্যান চালু করেছে। এই ব্রডব্যান্ড পরিষেবা দিল্লি-এসসিআর অঞ্চলে বসবাসকারী গ্রাহকদের জন্যই উপলব্ধ রয়েছে।
Excitel-এর ৭৩৪ টাকার প্ল্যান:
Excitel-এর এই ৭৩৪ টাকার প্ল্যান রিচার্জ করলে Disney + Hotstar,Sony Liv,Zee5 ALT বালাজি,Sun Nxt,Aha Tv-এর মতো ২১ টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। তাছাড়াও এই প্ল্যানে থাকছে ৩৭ টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেল বিনামূল্যে দেখার সুযোগ। যার মধ্যে অন্যতম StarPlus,SonyTv,Colors,Discovery,MTV এবং Cartoon Network-এর মতো চ্যানেলগুলি। সেইসাথে এই প্ল্যানে ৪০০ mbps হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।
Excitel-এর ৬০৪ টাকার প্ল্যান:
Excitel-এর এই নতুন প্ল্যানে Disney + Hotstar,Sony Liv,Zee5 ALT বালাজি,Sun Nxt,Aha Tv-এর মতো ২১ টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে ৩০০ mbps-এর হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: এই দিন থেকে বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! জেনে নিন অ্যাকাউন্টের টাকা ফেরত পাবেন কিনা?
Excitel-এর ৫৫৪ টাকার প্ল্যান:
এই প্ল্যানে StarPlus,SonyTv,Colors,Discovery,MTV এবং Cartoon Network-এর মতো ৩৭ টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেলে অ্যাক্সেস দেয়। এতে ৩০০ টিরও বেশি FTA চ্যানেল আছে। এই প্ল্যানে ৩০০ mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাচ্ছে।