নানা বিতর্ককে পেছনে ফেলে বক্স অফিস কাঁপাচ্ছে ‘পাঠান'(Pathan)। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি গোটা বিশ্বজুড়ে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ভেঙে ফেলেছে পুরনো সমস্ত ছবির রেকর্ড। চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান(Shah Rukh Khan)। ২০২২ এ মুখ থুবড়ে পড়া বলিউড ফের ঘুরে দাঁড়িয়েছে ‘পাঠান’ ছবির হাত ধরে। আর এইসবের মধ্যেই প্রকাশ্যে অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) পুরনো এক সাক্ষাৎকার।
একটা সময় শাহরুখ থেকে শুরু করে অক্ষয় সকলের ছবিতে কন্ঠ দিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। কেবলমাত্র বলিউড নয় টলিউডের একাধিক অভিনেতার লিপে কন্ঠ দিয়েছেন তিনি। নয়ের দশকে বলিউড কেঁপেছে এই গায়কের গলায়। বরাবরই ঠোঁট কাটা স্পষ্টবাদী হিসেবেই পরিচিত এই গায়ক। একটা সময় নায়ক থেকে গায়ক সকলকেই তীব্র কটাক্ষ করেছিলেন তিনি।
শাহরুখ খান প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ ভট্টাচার্যের মতামত,’তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান। ভালো ছবিতে কাজ করতে চান না শাহরুখ। এই অভিনেতার লিপে মানুষ আমার গান শুনতে বেশি পছন্দ করেন। একটা অথেন্টিক গলা সকলেরই পছন্দ। অথচ যে কোন সিনেমাতেই গায়কের নাম আসে সবার শেষে। দর্শক হল থেকে বেরিয়ে যাওয়ার পর গায়কদের নাম দেখানো হয়। এসব দেখেই মাথা গরম হয়ে গিয়ে বলে দিলাম শাহরুখের সিনেমাতে আর কখনোই আমি কন্ঠ দেব না’। এমনকি তাঁর দাবি, তিনি গান না গাইলে নাকি শাহরুখ খান কোনওদিন এত বড় স্টারই হতনা।
একবার অপুর সংসারে হাজির হয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। এখানেই সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। নিশানায় নেন অরিজিৎ সিং এবং এ আর রহমানকে। তিনি নাকি এ আর রহমানকে মিউজিসিয়ান বলে মনে করেন না। তাঁর কথায়, ‘মিউজিক ইন্সট্রুমেন্ট-এর ব্যবহারই জানেন না এ আর রহমান’। অরিজিৎ সিং-কে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘কে অরিজিৎ সিং? আমি তো তাঁকে চিনি না। তবে গান শুনেছি। ভালো গান করে ছেলেটা’। একটা সময় সঞ্চালক তথা টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিজিৎ ভট্টাচার্য বলেই দেন ‘আই এম দা বেস্ট’।