টলিউড,বিনোদন,গসিপ,শুভশ্রী গাঙ্গুলী,নতুন ছবি,মৃণালিনী,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Subhashree Ganguly,New Movie,Mrinalini,Interview

Moumita

আর নাচানাচি নয়, এবার শুধু অভিনয়! কোমর দোলানো কমার্শিয়াল সিনেমা করতে নারাজ শুভশ্রী গাঙ্গুলী

টলি ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। টলি পাড়ার সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার পাশাপাশি জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী-র তকমাও রয়েছে শুভশ্রীর নামের পাশে। তো এহেন অভিনেত্রীকে বেশ খোশমেজাজে পাওয়া গেল এইদিন।

   

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী গাঙ্গুলীর নতুন ছবি ডক্টর বক্সী। এই নিয়েই খোলামেলা আড্ডায় বসেছিলেন শুভশ্রী। লেখিকা মৃণালিনীর চরিত্র নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে শুভশ্রী জানান, ‘মৃণালিনী ভীষণ স্ট্রং হেডেড একজন মানুষ। ভীষণ ভালো একজন রাইটার। বেস্ট সেলার্স অ্যাওয়ার্ড পেয়েছে। তবে নতুন গল্প নিয়ে সমস্যায় পড়ে যায়’।

অভিনেত্রীর কথায় জানা যায়, মৃণালিনী গল্প লেখার সূত্রেই একটা বিপদে পড়ে যায়। শুভশ্রীর কথায়, ‘এবার সে বিপদটা থেকে কেউ নিজে বেরোতে পারে? নাকি অন্য কাউকে বিপদে ফেলে দেয়? নাকি ও নিজেই নিজের বিপদ থেকে আনে সেটা দেখার’।

চিত্রনাট্য সম্পর্কে অভিনেত্রী আরো বলেন, ‘ট্রেলারও যদি দেখো তাহলেও প্রতি স্ক্রিন টু স্ক্রিন তোমার মনে প্রশ্ন উঠবে। সো থ্রিলারের মজাই এটা যে মানুষ নিজেই প্রশ্ন করবে আবার নিজেই উত্তর বাছতে থাকবে। সো সিনেমাটা যতক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। আর আমাদেরও একদম লিপ জিপ’।

পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করা নিয়ে শুভশ্রী বলেন, ‘খুবই ভালো লাগে যে পরম দার মত এত ইন্টেলিজেন্ট একজন মানুষের সাথে কাজ করতে পারি। অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে। সব মিলিয়ে খুবই ভালো এক্সপেরিয়েন্স’।

 এছাড়া ‘প্রজাপতি’ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘২০২২ সালে এমনিতেই ইন্ডাস্ট্রির জন্য ভালো ছিল। যত ছবি ছিল ব্যাকলটে সব বেরিয়ে গিয়েছে। সবশেষে ছোঁয়া দিয়ে গেছে প্রজাপতি।’ এর সাথে তিনি জানান, ‘শুধুমাত্র কোমর দোলানো কমার্শিয়াল মুভি করতে চাইনা’। সবশেষে নিজের ছবি ডক্টর বক্সী, ২০ তারিখে অবশ্যই দেখতে যেতে অনুরোধ জানিয়েছেন রাজ ঘরনী শুভশ্রী গাঙ্গুলী।