নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে সময় চাকরির পাশাপাশি ব্যবসা করে অর্থ উপার্জন করার দিকে ঝুঁকছেন বহু মানুষ। অনেক উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন যারা চাকরি না পেয়ে ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। এক্ষেত্রে ছোট ব্যবসার পাশাপাশি কৃষিকাজজনিত ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে আগে থেকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই ব্যবসায়(Business) নামতে হবে।
আজকে এই প্রতিবেদনে একেবারে অন্যরকম একটি ব্যবসা(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। কৃষকদের জন্য সার এবং কীটনাশক ও বীজের ব্যবসা একটি ভালো লাভজনক ব্যবসা হতে পারে। এক্ষেত্রে কম পুঁজিতেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। তবে এই ব্যবসা করতে গেলে আপনাকে এর জন্য লাইসেন্স নিতে হবে। এছাড়া লাইসেন্স নেওয়ার শর্ত দিয়েছে কৃষি বিভাগ।
এখন সার, কীটনাশকের ব্যবসা শুরু করার আগে লাইসেন্স পেতে একটা কোর্স করতে হবে। কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ১৫ দিনের সার্টিফিকেট কোর্স করা প্রয়োজন। কোর্স শেষ হওয়ার সাথে সাথেই একটি পরীক্ষা দিতে হবে আপনাকে। এরপর পরীক্ষা উত্তীর্ণ হলে একটি শংসাপত্র দেওয়া হবে। এক্ষেত্রে পরীক্ষার রেজিস্ট্রেশন ফ্রি হিসাবে ১২,৫০০ টাকা কৃষিবিজ্ঞান কেন্দ্রে জমা দিতে হবে।
আরও পড়ুন: ১৫ হাজার টাকা বিনিয়োগে মাসে আয় ৩ লাখ টাকা, এই গাছের ব্যবসা আপনাকে করবে মালামাল
সার্টিফিকেট পাওয়ার পরেই আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর লাইসেন্স পেলে তবেই ব্যবসা শুরু করতে পারবেন। তবে মনে রাখবেন একজন কৃষককে সার, কীটনাশকের দোকান খুলতে গেলে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। যদিও আগে কীটনাশক, সার, বীজের ব্যবসা শুরু করতে বিএসসি কৃষি বা কৃষিতে ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছিল।
কিন্তু পরবর্তীকালে এখন ডিগ্রী না থাকলেও মাধ্যমিক পাশ করেও এই ব্যবসা শুরু করা যাচ্ছে। এক্ষেত্রে আপনি সঠিকভাবে ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে পারলে প্রত্যেক মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।