নিউজশর্ট ডেস্কঃ হিন্দু ধর্মে শিবের উপাসনা করেন না, এমন মানুষ নেই বললেই চলে। প্রতি সোমবার মহাদেবের (Mahadev) মাথায় জল ঢেলে আশীর্বাদ প্রার্থনা করেন সকলেই। আর শ্রাবন মাস হলে তো, কোনো কথাই নেই। এই মাসকে শিবভক্তরা বাবার জন্ম মাস বলেই চেনেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। তবে এই বছরের থাকছে এক বিরল যোগ।
শাস্ত্র মতে, প্রায় ৭২ বছর পর, শ্রাবণ মাসে ৪ টি নয়, ৫টি সোমবার থাকবে। সংক্রান্তি অনুযায়ী ১৬ ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। সংক্রান্তির পরের দিন অর্থাৎ ১৭ই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মহাদেবের বিশেষ আরাধনা করা হয়। হিন্দু ধর্ম মতে, এই মাসে বিশেষ কিছু করলে মহাদেবের আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। তবে সেগুলি কি কি? বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
আরও পড়ুনঃ কী কী আছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে? ৪৬ বছর পর গুপ্তকক্ষের দরজা খুলতেই ফাঁস রহস্য
শ্রাবণ মাসের বিশেষ কিছু করণীয়
- শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস রাখা অত্যন্ত শুভ।
- এই দিনগুলিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে বিশেষ ফল লাভ হয়।
- ভগবান শিবের সব থেকে শক্তিশালী মন্ত্র হলো মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। শ্রাবণ মাসে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়।
- মহাদেব একটি বেল পাতাতেই সন্তুষ্ট। তাই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে প্রতিদিন একটি বেলপাতা সহযোগে শিবলিঙ্গে জল ঢালুন।
- শিবের পুজোয় ধুনো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই শিবের আরাধনার সময় ধুনো পোড়ালে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়।
- শ্রাবণ মাসের শেষ সোমবার সারা রাত জেগে ভগবান শিবের নাম করলে বিশেষ পূর্ণ অর্জন হয়।
- পূজোর পাশাপাশি যদি দরিদ্র অসহায় মানুষদের দান করেন সেক্ষেত্রে মহাদেব আশীর্বাদ করেন।
শ্রাবণ মাসে যে কাজগুলি অবশ্যই করবেন
শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শুদ্ধ বস্ত্রে শান্ত মনে শিবলিঙ্গের সামনে বসে ১০৮ বার ওম নমঃ শিবায় জপ করুন। প্রতিদিন করতে পারলে তো আরও ভালো।
শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব ও পার্বতীর মূর্তির সামনে ঘি এর প্রদীপ প্রজ্জ্বলন করুন। এতে শিব ও পার্বতীর আশীর্বাদে আপনার সংসার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।