বলিউড,বিনোদন,পিতৃ দিবস,হিন্দি গান,Bollywood,Entertainment,Father's Day,Hindi Songs

Moumita

‘ফাদার্স ডে’তে বাবাকে জানাবেন নিজের ভালোবাসা, একসাথে বসে শুনুন বলিউডের এই গানগুলি

গুটিকতক শব্দ সাজিয়ে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। সমস্ত ঝড় ঝাপটা নিজের পিঠে নিয়ে পরিবারকে সুরক্ষিত রাখেন যিনি, তিনি বাবা, যার কাছে সন্তানের সমস্ত বায়না, আবদার এক নিমেষে পাখা মেলে উড়তে পারে। জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয় ‘ফাদার্স ডে’। তাই এই ‘ফাদার্স ডে’-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে কী করবেন ভেবে পাচ্ছেননা? বলিউডের এই পাঁচটি গান আজ ডেডিকেট করতে পারেন আপনার বাবাকে।

   

১) পাপা কেহতে হ্যায়:- উদিত নারায়নের গাওয়া ‘পাপা কেহতে হ্যায়’ গানটি শোনেনি এমন মানুষ ভারতে বিরল। কেয়া মত সে কেয়ামত ছবির এই গান আজকের দিনের জন্য একেবারে পারফেক্ট।

২) ও, আই লাভ ইউ, ড্যাডি:- ‘আকেলে হম আকেলে তুম’ ছবির এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং আদিত্য নারায়ণ। এই গানের প্রতিটি কথায় ঝরে পড়ে বন্ধুত্ব এবং ভালাবাসার পরশ। আজকের দিনে বাবাকে ডেডিকেট করে এই গান চালালে বলাইবাহুল্য তিনি বেশ‌ খুশিই হবেন।

৩) দিলবারো:- আলিয়া ভাট অভিনীত রাজি সিনেমার গান দিলবারো। ছবিতে বাবা মেয়ের বিচ্ছেদের চিত্র ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। বিয়ের পর প্রতিটি মেয়েকেই তার বাবার বাড়ি ছেড়ে যেতে হয়। এখানেও তার অন্যথা হয়নি।

৪) পিতা সে হ্যায় নাম তেরা:- সোনু নিগমের গলায় এক আলাদা মাত্রা পেয়েছে ‘পিতা সে হ্যায় নাম তেরা’ গানটি। বস ছবির এই গানটি শ্রোতামহলে বিশেষ পরিচিতি না পেলেও আজকের দিনে নিজের বাবাকে একবার পাঠিয়েই দেখুননা।

৫) পাপা মেরে পাপা:- প্রায় সব বাবারাই তাদের সন্তানের কাছে বটবৃক্ষসম। হাজারো প্রতিকূলতাকে হারিয়ে আমাদের মুখে হাসি ফোটানোই যেন তাদের লক্ষ্য। আর তাই তারাই আমাদের চোখে সুপারহিরো। এই গানটি যেন সেই কথাটাই মেলে ধরে আমাদের সামনে।