নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে অনেকেই সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) অর্থ বিনিয়োগ করে থাকেন। আর এই ডিপোজিটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মোটা টাকা সুদ পাওয়া যায়। আর এবার নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে ফেডারেল ব্যাঙ্ক(Federal Bank)। ২০২৪ সালের ১৭ই জানুয়ারি থেকে এই ব্যাঙ্ক এই নতুন সুদের হার কার্যকর করেছে।
এটি সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, ৫০০ দিনের মেয়াদে এই ব্যাঙ্কে ৬০ বছর বয়সী কোন ব্যক্তি টাকা রাখলে সেক্ষেত্রে তিনি ৭.৭৫ শতাংশ সুদ পাবেন। আর আবাসিক প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে সুদ পাবেন ৮.২৫ শতাংশ। দুই কোটি টাকার কম ইনভেসমেন্টর ক্ষেত্রে এই সুদের হার পাবেন গ্রাহকেরা। আপনি চাইলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই অর্থ তুলে নিতে পারেন। আর এক্ষেত্রে ঐ সংস্থা জানিয়েছে এক কোটি টাকার বেশি থেকে দুই কোটি টাকার কম ইনভেস্টমেন্ট করলে উচ্চ সুদের হার পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে গ্রাহকেরা ম্যাচিউরিটির আগে টাকা তুলতে পারবেন না।
জানা গিয়েছে যে ৬০ বছরের বেশি গ্রাহকদের ক্ষেত্রে ৭.৯০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। আর আবাসিক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৮.৪০ শতাংশ সুদের হার মিলবে। বর্তমানে ফেডারেল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬০ বছর বয়সের বেশি ব্যক্তিরা ৩ থেকে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন। আর প্রবীন নাগরিকেরা ৩.৫০ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। নতুন বছরের ১৭ই জানুয়ারি থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে।
আরও পড়ুন: Investment: পরিবারকে সুরক্ষিত রাখুন LIC-র এই নতুন প্ল্যানে, জেনে নিন কি কি সুবিধা মিলবে?
চলুন তাহলে ফেডারেল ব্যাঙ্কে নতুন সুদের হার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফেডারেল ব্যাঙ্ক সূত্রের খবর অনুযায়ী, ৬০ বছর বয়সী ব্যক্তিরা ৭ থেকে ২৯ দিনের মেয়াদে দুই কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৩ শতাংশ। আর ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদে বিনিয়োগ করলে সেক্ষেত্রে গ্রাহকরা পাবেন ৩.২৫ শতাংশ সুদের হার। আর ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদে বিনিয়োগ করলে ৪ শতাংশ সুদ মিলবে। ৬১ থেকে ১১৯ দিনের মেয়াদে বিনিয়োগ করলে ৪.৭৫ শতাংশ সুদ মিলবে। আর ১২০ থেকে ১৮০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫ শতাংশ সুদ পাবেন।
১৮১ থেকে ২৭০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫.৭৫ শতাংশ সুদ পাবেন। ২৭১ থেকে ৩৬৪ দিনের মেয়াদের ক্ষেত্রে গ্রাহকেরা ৬ শতাংশ সুদ পাবেন। এক বছর থেকে ১৩ মাসের কম সময়ের মেয়াদে বিনিয়োগ করলে মিলবে ৬.৮০ শতাংশ সুদ। আর ৫০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের ক্ষেত্রে সুদের হার মিলবে ৭ শতাংশ। ৫ বছর বয়স থেকে তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে মিলবে ৬.৬০ শতাংশ।
প্রবীণ নাগরিকদের সুদের হার-
১১৩ মাস থেকে ৪৯৯ দিন এবং ৫০১ দিন থেকে ২১ মাসের মেয়াদে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হবে ৭.৮০ শতাংশ। আর ৫০০ দিনের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে।