Saheb Chatterjee

‘আর নিজেকে ব্যবহার হতে দেবনা’, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাহেব চ্যাটার্জী

যারা বাংলা ছবি বা সিরিয়ালের পুরোনো দর্শক তাদের কাছে সাহেব চ্যাটার্জী (Saheb Chatterjee) এক অত্যন্ত পরিচিত নাম। দীর্ঘদিন যাবৎ অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একের পর এক জনপ্রিয় সব বাংলা সিরিয়ালের পাশাপাশি তাকে দেখা গিয়েছে একাধিক বাংলা সিনেমাতেও (Bengali Cinema)। কাজ করেছেন হিন্দি ছবিতেও।

আর এবার দীর্ঘ ১৭ বছর পর আবার একবার হিন্দি ছবিতে দেখা যাবে তাকে। অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ রাধিকা আপ্তের স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এদিকে নাম ভূমিকায় অভিনয় করবেন রাধিকা। সদ্যই সামনে এসেছে এই থ্রীলারের ট্রেইলার।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে একটি হিন্দি সিনেমায় সাহেব মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সেই ছবি নিয়ে খুব একটা খুশি তিনি ছিলেননা। অভিনেতা আফশোষের সাথে জানান, ওই ছবিটা মাত্র কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল। তবে আসন্ন সিনেমা ‘মিসেস আন্ডার কভার’ নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা।

Bollywood,বলিউড,Mrs Undercover,মিসেস আন্ডারকভার,Radhika Apte,রাধিকা আপ্তে,Tollywood,টলিউড,Saheb Chatterjee,সাহেব চ্যাটার্জী,Tollywood Actor,টলিউড অভিনেতা,Explosive Charges,বিস্ফোরক অভিযোগ

সাথে রাধিকা আপ্তের মতো একজন দাপুটে অভিনেত্রীর সাথে কাজ করতে পেরে তিনি যে ভীষণ রকম উত্তেজিতও, সেটাও তার কথাতেই স্পষ্ট। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বসে এমনটাই প্রকাশ পেল সাহেবের কথায়‌। জানা গেল, ছবিতে সাহেবের স্ত্রী একজন আন্ডারকভার এজেন্ট। তবে সেই বিষয়ে অবগত নন তিনি।

তবে যারা জি বাংলার ‘গোয়েন্দা গিন্নি’ দেখতেন তারা খানিকটা মিল পাবেন বৈ কি‌। সেখানেও ইন্দ্রানী হালদারের বিপরীতে এমনই একটা চরিত্রে দেখা গেছিল সাহেবকে। সেই রেশ ধরেই এইদিন তাকে জিজ্ঞেস করা হয়, এই ছবিতে অভিনয় করতে গিয়ে কি পুরনো স্মৃতি ফিরে এসেছিল?

উত্তরে অভিনেতা জানিয়েছেন ‘অবশ্যই। বুঝতে পারছি ট্রেলার দেখে অনেকেই দুটো চরিত্রকে মেলানোর চেষ্টা করছেন। অভিনেতা আরো বলেন, “‘হৃৎপিণ্ড’ বা ‘হত্যাপুরী’র মতো হাতে গোনা বাংলা ছবিতে কাজ করে মজা পেয়েছি। তবে অধিকাংশ বাংলা ছবিতে তো আমাকে প্রপ হিসেবেই ব্যবহার করা হয়েছে’। সাহেবের সংযোজন, ‘আমি ঠিক করে নিয়েছি কাজ না থাকলে বাড়িতে বসে থাকবো। কিন্তু নিজেকে এক্সপ্লয় হতে দেব না। জীবনে টাকাই সব নয়।’

Avatar

Moumita

X