নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অর্থাৎ টলিউডের (Tollywood) অত্যন্ত দাপুটে একজন অভিনেতা হলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee)। দীর্ঘদিনের অভিনয জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও খলনায়কের (Villain) চরিত্রে অভিনয় করেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর বাবা ছিলেন বর্ষীয়ান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। যিনি বাংলা সিনেমা জগতের একজন উজ্জল নক্ষত্র।
তবে একজন অভিনেতার সন্তান হওয়া সত্বেও কখনও বাবার নাম ভাঙিয়ে কাজ পাওয়ার চেষ্টা করেননি কৌশিক। আর আজ তিনি যে সাফল্য অর্জন করেছেন তা কেবলমাত্র তাঁর নিজের দক্ষতায়। সেই নব্বইয়ের দশকের পর থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে চলেছেন তিনি। অভিনয় জীবনের সিংহভাগ সময়টা তাঁকে বড় পর্দায় দেখা গেলেও, সিরিয়ালের পাশাপাশি যাত্রার মঞ্চেও সফল তিনি।
পর্দায় তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে নাকি অত্যন্ত নরম মনের মানুষ তিনি। একথা এক বাক্যে স্বীকার করেন ইন্ডাস্ট্রিতে থাকা কৌশিকের সহ অভিনেতারাও।একই সুর অভিনেতা স্ত্রী লাবণী সরকারের গলাতেও। একবার সকলের সামনে লাবণী সরকার স্বীকার করেছিলেন যে তার স্বামী কৌশিক একজন ভগবান তুল্য মানুষ।
এই কারণেই অনেকেই তাঁর সাথে তুলনা করে থাকেন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক প্রাণের। বাস্তব জীবনে এই অভিনেতা বরাবরই ভাগ্যে বিশ্বাস করেন। তাই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় যখন অভিযোগ তুলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) নাকি লবি চালান। এ প্রসঙ্গে অভিনেতার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে কৌশিক বলেছিলেন, একেবারেই সত্যি নয়, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নাকি তাঁর নাকি অত্যন্ত ভালো বন্ধু। তার কোনদিন মনে হয়নি তারা ইন্ডাস্ট্রিতে লবি চালান।
আরও পড়ুন: টেক্কা দেবে বলিউড তারকাদেরও! রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ
অন্যদিকে অভিষেকও ছিলেন কৌশিকের ভালো বন্ধু। তবে ইন্ডাস্ট্রির এই বিতর্কিত বিষয় প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, ‘একটা কথা আমি বলতে পারি মানুষ পৃথিবীতে নিজের ভাগ্য নিয়ে নিজে নিয়ে আসে। সেই ভাগ্য কেউ বদলাতে পারবে না। তাই কেউ কারও হয়ে লবি বাজি করতে পারে না।’