Arijit

শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব নিয়ে ধাওয়ান-পান্ডিয়ার মধ্যে শুরু ঠান্ডা লড়াই, বিপাকে রাহুল দ্রাবিড়

বিরাট, রোহিতের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আর শিখর ধাওয়ানের এই নেতৃত্ব দেওয়া কোনভাবেই মেনে নিতে পারছে না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমন গুঞ্জন তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

   

হার্দিক পান্ডিয়ার ছোটবেলার কোচের দাবি শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হওয়ার জন্য যোগ্য ব্যাক্তি ছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু তাকে অধিনায়ক না করে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে দেওয়ায় এই মুহূর্তে ভারতীয় দলের মধ্যে হার্দিক-ধাওয়ানের ঠান্ডা লড়াই চলছে।

তিনি আরও জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া অনুশীলন থেকে শুরু করে ড্রেসিং রুমে বসে শ্রীলংকার বিরুদ্ধে রণনীতি তৈরি করা সবকিছুতেই অধিনায়ক শিখর ধাওয়ানকে সাহায্য করছে। তবে কোনটাই মন থেকে করছে না, শুধুমাত্র পেশার তাদিতে করছে। উনার দাবি হার্দিক দলের অন্যতম সেরা সম্পদ, ওর বয়স কম, অনায়াসে আরও আট থেকে দশ বছর ক্রিকেট খেলতে পারবে। তাই এই সিরিজে হার্দিককেই অধিনায়ক করা উচিত ছিল।