Filmfare

‘গাঙ্গুবাঈ’ থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’, সেরার দৌড়ে কারা আছেন? রইল ফিল্মফেয়ারের নজরকাড়া মনোনয়ন তালিকা

সদ্যই প্রকাশ্যে এসেছে ৬৮ তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের (Hundai Filmfare Award) মনোনীত শিল্পী। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯টা ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়। জানা যাচ্ছে, এবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন সলমন খান (Salman Khan)।

সাথে এও খবর মিলেছে, সলমনের সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করবেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) এবং মণীশ পাল (Manish Paul)। সাথেসাথে অনুষ্ঠানের মাত্রা বাড়াতে পারফর্ম করবেন ভিকি কৌশল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, গোবিন্দার মত খ্যাতনামা শিল্পীরা।

বলে রাখি এই অনুষ্ঠানে রেকর্ড গড়েছে সঞ্জয়লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। মোট মোট দশটি বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। মনোনীত হয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মিউজিক অ্যালবাম, সেরা ডেবিউ (পুরুষ), ইত্যাদির জন্য।

Bollywood,Entertainment,Gossip,Hundai Filmfare Award,Salman Khan,বলিউড,বিনোদন,গসিপ,হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড,সলমন খান

বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ছবিটিও কম যায়না। মোট ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বহুল চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। পাশাপাশি এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে বাধাই দো, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, ইত্যাদি ছবিও।

সেরা ছবির তালিকায় যে ছবিগুলো মনোনীত হয়েছে:

বাধাই দো

ভুল ভুলাইয়া ২

ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা

গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি

দ্য কাশ্মীর ফাইলস

উঁচাই

সেরা পরিচালক

ভুল ভুলাইয়া ২ এর জন্য আনিস

ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবার জন্য অয়ন মুখোপাধ্যায়

বাধাই দোর জন্য হর্ষবর্ধন কুলকার্নি

গাঙ্গুবাই কাঠিয়াওয়াডির জন্য সঞ্জয়লীলা বনসালি

উঁচাইয়ের জন্য সুরজ বরজাতিয়া

দ্য কাশ্মীর ফাইলসের জন্য বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

সেরা ছবি ক্রিটিক্স

বাধাই দো

ভেড়িয়া

ঝুন্ড

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট

বধ

সেরা অভিনেতা

অজয় দেবগন ( দৃশ্যম ২)

অমিতাভ বচ্চন (উঁচাই)

অনুপম খের ( দ্য কাশ্মীর ফাইলস)

হৃত্বিক রোশন (বিক্রম বেধা)

কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)

রাজকুমার রাও (বাধাই দো)

সেরা অভিনেত্রী

আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)

ভূমি পেডনেকর (বাধাই দো)

জাহ্নবী কাপুর (মিলি)

করিনা কাপুর (লাল সিং চাড্ডা)

টাবু (ভুল ভুলাইয়া ২)

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)

অরিজিৎ সিং

অভয় যোধপুরকর

সোনু নিগম

সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)

জাহ্নবী শ্রীমঙ্কর

জনিতা গান্ধী

কবিতা শেঠ

শিল্পা রাও

শ্রেয়া ঘোষাল

Avatar

Moumita

X