বলিউড টু টলিউড, সর্বত্রই বাজছে বিয়ের সানাই। বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন অনেক সেলেবই। এমতাবস্থায় সিঁথি ভর্তি সিঁদুর, টুকটুকে লাল বেনারসি শাড়ি, একমুখ হাসি নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন রুক্মিণী মৈত্র, সঙ্গে বর বেশে দেব। তবে কি পাকাপোক্ত ভাবেই ‘দেব ঘরনি’ কথাটিতে শিলমোহর পড়লো রুক্মিণীর নামের পাশে! সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে, তবে কি চুপিসারে বিয়েটা সেরেই ফেললো এই কপোতকপোতি!
ছবি দেখে নতুন কনে মনে হলেও, তা বাস্তবে নয় বরং শুটিং সেটেই বিয়ে। তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিশমিশ’র একমাস পূর্ণ হলো, আর সেই উপলক্ষ্যেই ছবির একটি দৃশ্য ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেব-রুক্মিণীর এই ছবি দেখে কার্যত হতভম্ব হয়ে গেছিলো নেটবাসীরা। তবে ভালো করে দেখতেই বোঝা গেলো এই ছবি আসলে শুটিং চলাকালীন তোলা। বধূবেশে রুক্মিণীকে দেখে সত্যি মিথ্যা বোঝা না গেলেও পাশে চশমা পরিহিত দেবকে দেখেই ছবির আসল নকল ধরে ফেলে সবাই। বাকি জল্পনার অবসান ঘটায় ছবির ক্যাপশন। ক্যাপশনে লেখা, ‘টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাপি ওয়ান মান্থ অ্যানিভার্সারি ল্যাদেশ্বর। ‘কিশমিশ’ প্রেক্ষাগৃহে চলছে।’
এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই কমেন্ট বক্সে ভিড় জমে গেছে অনুরাগীদের। অনেকেই আবার ছবির সত্যতাকে বুঝতে না পেরে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে গেছেন, অনস্ক্রীন দম্পতিকে। এছাড়াও গতকালই দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কিশমিশ’ ছবির শুটিং চলাকালীন কিছু দৃশ্য ভাগ করে নেওয়া হয়েছিলো। কোনও ভিডিওতে দেখা যাচ্ছে নিজের সংলাপ ভুলে মাথায় হাত পড়েছে রুক্মিণীর আবার কোনওটাতে দেখা যাচ্ছে রোহিনীর নাম মনে করতে পারছেনা স্বয়ং টিনটিন। আর তাতেই হেসে উঠছে গোটা ইউনিট।
এমনই এক ভিডিওতে উঠে এলো দেব ও রুক্মিণীর কিছু মজার দৃশ্যও। ছবিতে একটি দৃশ্য ছিলো যেখানে টিনটিন অর্থাৎ দেব তার মায়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব রাখছে, সেই দৃশ্য শুট করতে গিয়ে কতবার যে কনের নাম ভুলে গেছিলেন দেব, তাই উঠে এসেছে এই ভিডিওতে।
দক্ষিণী এবং হিন্দি ছবির রমরমার মধ্যে কিশমিশ যে সাফল্যের মুখ দেখেছে তাতেই খুশি পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তার প্রথম ছবিকে যে হারে ভালোবাসা দিয়েছেন দর্শকমহল তাতে আপ্লুত তিনি। এই ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছে দেব ও রুক্মিণী। এছাড়াও ছবিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।