রাজনীতি নিয়ে বিতর্ক চলতেই থাকে। রাজনীতিবিদরা এমন কিছু মন্তব্য করেন যার জেরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না। এই বিতর্কের জেরে প্রতিদিনই শিরোনামে থাকেন বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তবে এবার ফের শুভেন্দুকে নিয়ে সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শুভেন্দু অধিকারী আর কতদিন পর্যন্ত বিজেপিতে থাকবেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘শুভেন্দুই একমাত্র এখনো ময়দানে আছে। বাকি সব নেতাই বিজেপি নেতাই ঘরে ঢুকে গিয়েছে। তবে এই শুভেন্দু আর কতদিন থাকবে সেটাই এখন দেখার।’
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপরে বেশ তর্ক-বিতর্ক চলে। আবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াইতে তাঁকে হারিয়ে জিতে যান শুভেন্দু। যদিও এরপরে বহু বিজেপি নেতাই তৃণমূলে যোগ দেন। আর এবার নাকি শুভেন্দুর পালা। এমনটাই মনে করছেন তৃণমূলের নেতারা। এই তৃণমূলের সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও।
তিনি এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে ব্যবহার করেছে দল। ফলে এখন একেবারেই কোনঠাসা হয়ে হাঁফিয়ে উঠেছেন তিনি। আর তাই বিজেপি ছাড়তে পারেন শুভেন্দু, এমনটাই মনে করছেন তিনি। যদিও এই নিয়ে মুখ খোলেননি শুভেন্দু অধিকারী। এবার এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকবেন না।’ তাহলে তিনি কি আবার ঘরে ফিরবেন? এর উত্তরে ফিরহাদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ফিরতে চাইলেও তাকে আর নেবে না তৃণমূল।