বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

Moumita

বক্স অফিসে ফ্লপ, কিন্তু জনপ্রিয়তার নিরিখে শীর্ষে, রইল বলিউডের ৫ টি সেরা কমেডি ছবির তালিকা

কমেডি চলচ্চিত্রগুলো হল এমন একধরনের ছবি যা সবসময়ই আকৃষ্ট করে বলিউডের দর্শকদের। তবে এমনটাও নয় যে, প্রতিটি কমেডি ছবিই আপনাকে হাসতে বাধ্য করবে। তবে এর মধ্যে এমন বেশ কিছু ছবি আছে যেগুলি হয়তো আপনার বিশেষ পছন্দের‌। যখনই টিভির পর্দায় হাজির হয় ছবিগুলি আপনি হয়তো না দেখে থাকতে পারেন না। তবে এর মধ্যেও এমন বেশ কিছু ছবি আছে যেগুলি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হলেও গত কয়েক দশকে সেগুলি দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

   

1. আন্দাজ আপনা আপনা :

রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিটিতে আমির খান, সালমান খান, রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, পরেশ রাওয়াল সহ অনেক তারকার দেখা মিলেছে। এই মুভিটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা কমেডি চলচ্চিত্র বলা হলেও ছবিটি বক্স অফিসে খুব বাজে ভাবে ফ্লপ হয় সেই সময়।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

2. জানে ভি দো ইয়ারো :

১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমাটি কমেডিপ্রেমীদের অন্তত একবার অবশ্যই দেখা উচিত। নাসিরুদ্দিন শাহ, রবি ভাসওয়ানি, ওম পুরি, পঙ্কজ কাপুর এবং সতীশ শাহ অভিনীত এই ছবিটি ভালো রিভিউ পেলেও সেই সময় বক্স অফিসে দর্শক টানতে ব্যর্থ ছিলো।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

3.আঁখিও সে গোলি মারে ঃ কোনো ছবিতে গোবিন্দা মূখ্য ভূমিকায় অভিনয় করছেন আর সেই ছবিতে দর্শকরা বিনোদন খুঁজে পাচ্ছেননা এ ঘটনা অন্তত ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে বিরল। হরমেশ মালহোত্রা পরিচালিত ‘আঁখিও সে গোলি মারে’ ছবিতে দূর্দান্ত অভিনয় করেছিলেন গোবিন্দা। দূর্ভাগ্যবশত ছবিটি বক্স অফিসে ভালো ফল করতে না পারলেও গোবিন্দার অনবদ্য অভিনয় দক্ষতা দেখার জন্য একবার হলেও মুভিটি দেখতেই পারেন।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

4. দাউদ :

রাম গোপাল ভার্মা পরিচালিত ক্রাইম-কমেডি কম্বো ‘দাউদ’ ছবিটি এমন একটি ছবি যা আপনাকে যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাসানোর একটি সুযোগও হাতছাড়া করবে না। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, উর্মিলা মান্তোদকার, পরেশ রাওয়াল, মনোজ বাজপেয়ী, আশিস বিদ্যার্থী এবং নীরা ভোরা । যদি এখনও এই মুভিটি না দেখে থাকেন তবে চট জলদি দেখে ফেলুন।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

5. সানডে :

বলিউডের হিট পরিচালক রোহিত শেঠির সর্বশেষ ফ্লপ ছবিটি ছিলো সানডে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, ইরফান খান এবং আয়েশা টাকিয়া। রহস্য-কমেডি এই ছবিটির চিত্রনাট্য বেশ মজাদার হলেও সেই সময় বক্স অফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday

6. স্যান্ডউইচ: ডাবল ট্রাবল :

বিশেষজ্ঞদের দাবি, অনিল বাজমী পরিচালিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার পেছনে দায়ী মূলত এর মুক্তির সময়কাল‌। গোবিন্দা, রবিনা, এবং মহিমা চৌধুরী অভিনীত এই ছবিতে রসবোধের বিন্দুমাত্র কমতি খুঁজে পাবেন না আমি। মজার ব্যাপার হলো বক্স অফিসে ফ্লপের তকমা পাওয়া এই ছবিটি বলিউড পারফেকশনিস্ট আমির খানের অন্যতম প্রিয় ছবি। তার কথাতেই জানা যায়, এই ছবিটি অন্তত ১০-১২ বার দেখেছেন তিনি।

বলিউড,বিনোদন,কমেডি মুভি,ফ্লপ মুভি,আন্দাজ আপনা আপনা,দাউদ,সানডে,Bollywood,Entertainment,Comedy Movie,Flop Movie,Andaz apna apna,Daud,Sunday