five interesting spot of digha for the travellers

দিঘা এখন আরও আকর্ষণীয়! ঘুরতে গেলে একদম মিস করা যাবে না এই ৫ টি জিনিস

‘পায়ের তলায় সর্ষে’ বাঙালির মনের মধ্যে এই সুপ্ত স্বপ্নটা উঁকি দিচ্ছে মাঝেমধ্যেই। একে তো হাসফাঁস করা গরম তার উপর বিরক্তিকর ১০-৫টার জব বা রান্নাঘরের জীবন। এই রোজনামচায় একটু ঠাণ্ডা বাতাস আনছে ইউটিউবের ট্রাভেল (Travel) ব্লগ। এমতাবস্থায় আপনিও একটা ছোট্ট ট্যুরের কথা ভাবতেই পারেন। কর্মব্যস্ত জীবনে খুব দূরে কোথাও যাওয়াটা একটু সমস্যার। তবে পূর্ব মেদিনীপুরের দীঘা (Digha) সমুদ্র সৈকত (Sea Beach) প্রতিটি মানুষের কাছেই একটি বাজেট ফ্রেন্ডলি ঘোরার জায়গা। তবে এবার থেকে দীঘা ঘুরতে গেলে এই ৫টি জিনিস মিস করলে চলবে না (You Can’t Miss These Five Things In Digha)।

১) এমনিতে সপ্তাহান্তে দীঘায় পা রাখাটাও কষ্টকর হয়ে ওঠে‌। তবে এখন পর্যটকদের সুবিধার্থে পরিকাঠামোর বদল ঘটানো হচ্ছে। এই কারণেই সম্প্রতি দুটি নতুন সি বিচ খোলা হয়েছে। যার নাম হল ভোর সাগর এবং ঢেউ সাগর। পাশাপাশি সূর্য নামেও একটি সি বিচ খুলছে পশ্চিমবঙ্গ সরকার।

২) খুব শীঘ্রই কফি হাউস খোলা হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। আর এটি যে নিঃসন্দেহে দীঘার সবচেয়ে আকর্ষণীয় স্থান হতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ সমুদ্রের পাশে কফি হাউসে বসে সময় কাটানোর মজাই আলাদা।

৩) দীঘা গেলে অবশ্যই ঘুরে আসবেন নন্দন কানন থেকে। এই নন্দন কাননেই এখন প্রকৃতির ছোঁয়া মিলবে। হারিয়ে যাওয়া প্রকৃতিকে চেনা জানার সুযোগ মিলবে এখানে। গাছ গাছালি থেকে শুরু করে পশুপাখি সবকিছুই রয়েছে এখানে।

৪) দীঘা ঘুরতে যাবেন আর মেরিন ড্রাইভ যাবেননা তাই কখনো হয়! সমুদ্রের গা ঘেঁষে ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ সফর মিস করা উচিত নাকি? এখন তো আবার দ্বিতীয় লেন তৈরি হচ্ছে মেরিন ড্রাইভের জন্য।

৫) এছাড়াও আরো এক আকর্ষণীয় স্থান হল জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মন্দির‌। এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি বটে, তবে তা আর খুব বেশি সময় লাগবেনা বলে খবর। খুব সম্ভবত চলতি বছরের ডিসেম্বরেই মন্দির উদ্বোধন করা হবে।

Avatar

Moumita

X