নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের প্রসঙ্গ উঠলে সবার প্রথমে ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) কথা মাথায় আসে। কারণ এখানে নিরাপদে টাকা ইনভেস্টের পাশাপাশি মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এই নিশ্চিত রিটার্ন(Return) এবং সুরক্ষিত ইনভেস্টমেন্টর জন্য FD-র ওপরে নির্ভর করে থাকেন বহু মানুষ।
আজকের এই প্রতিবেদনে FD-র এমন একটি স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে আপনি অর্থ বিনিয়োগ করে প্রত্যেক মাসে মোটা টাকা কামাতে পারবেন। ফিক্সড ডিপোজিট মান্থলি ইনকাম প্ল্যানে অর্থ বিনিয়োগ করতে পারেন। এটি একটি ঝুঁকিহীন বিনিয়োগ, যেখানে আপনি নির্দিষ্ট অংকের টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনার জমাকৃত টাকার উপর যে সুদ হবে সেটা প্রতি মাসে আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে।
এই প্ল্যানের নিয়মাবলী কি কি আছে:
- যে সমস্ত প্রবীণ নাগরিকরা অবসর জীবনের পর প্রত্যেক মাসে অর্থ উপার্জন করতে চান। তাদের জন্য এই স্কিম একেবারেই উপযুক্ত।
- কোন গ্রাহক এই এফডি প্ল্যানে বিনিয়োগ করলে আয়কর ধারা ৮০ সি অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।
- আর্থিক বছরের প্রত্যেক মাসের রিটার্ন সাধারণ নাগরিকদের জন্য ৪০ হাজার এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজার টাকার বেশি হলে ১০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হবে।
- এই প্ল্যানে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এখানে বাজারের ওঠা নামা হলেও গ্রাহকেরা নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা প্রত্যেক মাসেই পেয়ে যাবেন।
- এর পাশাপাশি এই স্কিমে একাউন্ট খোলার জন্য কোন চার্জ দিতে হয় না। আর আপনি চাইলে এই স্কিমে নমিনি যুক্ত করতে পারবেন।
কত শতাংশ সুদ দেওয়া হয়?
এই স্কিমে বিভিন্ন ব্যাঙ্কে মেয়াদ অনুযায়ী আলাদা আলাদা সুদের হার রয়েছে। এই স্কিমে এসবিআই-এর ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ২.৯% থেকে ৫.৪ % সুদ দেওয়া হয়। আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে একই মেয়াদে ২.৫% থেকে ৫.৫% সুদ দেওয়া হয়। আর আইডিএফসি ব্যাঙ্ক একই মেয়াদে ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের পরিমাণ সাধারণ নাগরিকদের থেকে কিছুটা বেশি হয়।