নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) বা স্থায়ী আমানতের ওপর ভরসা করে থাকে। কারণ এটি নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলা যায়। তবে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে এই এফডিতে সুদের হার আলাদা আলাদা হয়ে থাকে।
তবে অনেকেই মনে করেন এই স্থায়ী আমানতে মোটা অংকের টাকা যোগ করা যাবে না। আসলে এই চিন্তাধারা একেবারেই ভুল। আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকা জমানোর ক্ষেত্রে ল্যাডারিং কৌশল অবলম্বন করে থাকেন তাহলে প্রচুর অর্থ জমাতে পারবেন।
এফডি ল্যাডারিং কৌশল কি? এই ফিক্সড ডিপোজিটে ল্যাডারিং কৌশলে টাকা জমানোর মানে হল বিভিন্ন মেয়াদের বেশ কিছু এফডি করে অর্থ বিনিয়োগ করা হয়। এখানে দীর্ঘ মেয়াদী স্থায়ী আমানতের পরিবর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে কিছু কিছু অর্থ এফডি করা হয়। একেই এফডি ল্যাডারিং কৌশল বলা হয়।
আরও পড়ুন: SBI: ঘরে বসেই প্রতি মাসে আয়ের সুযোগ দিচ্ছে SBI, এই স্কিমের সম্পর্কে জানলে অনেক কাজে লাগবে
ধরুন, কারোর সেভিংস একাউন্টে ৫ লক্ষ টাকা আছে। এই টাকাটা শুধুমাত্র একটি এফডিতে বিনিয়োগ করে যে পরিমাণ রিটার্ন আসবে। তার থেকে যদি ল্যাডারিং কৌশল ব্যবহার করে বিভিন্ন সুদের হার এবং মেয়াদে ভাগ করা যেতে পারে তাহলে আরো বেশি টাকা রিটার্ন পাওয়া যাবে। এখানে বিনিয়োগকারীরা সুদের হারের উঠানামা থেকে সরাসরি সুবিধা পাচ্ছেন এবং তাদের আয় বৃদ্ধিতেও এটি অনেক সাহায্য করছে।