নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মধ্যবিত্ত মানুষের অর্থ সঞ্চয়ের জন্য সবথেকে নির্ভরশীল জায়গা হল ব্যাঙ্ক(Bank) এবং পোস্ট অফিস(Post Office)। মোটা টাকা রিটার্নের জন্য মধ্যবিত্ত বিনিয়োগকারীদের কাছে সবথেকে জনপ্রিয় হলো ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)। এক্ষেত্রে টাকা নিরাপদে থাকার পাশাপাশি পাওয়া যায় মোটা টাকা রিটার্ন।
আর এখন যতদিন যাচ্ছে ফিক্সড ডিপোজিটে রিটার্ন আরো বেশি সুবিধাজনক এবং আকর্ষণীয় হয়ে উঠছে। যার ফলে বিনিয়োগকারীরা এইদিকে বেশি ঝুঁকছেন। ভারতবর্ষের একাধিক ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের টাকা রাখার ক্ষেত্রে কোথায় কত টাকা সুদ মিলবে? কত দিনে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সমস্ত কিছুই হিসেব-নিকাশ করে থাকে।
এখন এই হিসেব নিকেশ আরো বেশি সহজ হয়ে উঠেছে। ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটরের মাধ্যমে কত বছরের মেয়াদে কতটা সুদ মিলবে এবং কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সমস্ত কিছুর হিসেবে পাওয়া যায়। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়।
তবে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের ওপর মানুষ সবথেকে বেশি টাকা ইনভেস্ট করে থাকেন। তবে সব ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার এক থাকে না। কোথাও ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। আবার প্রবীণ নাগরিকেরা এক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। আজকের এই প্রতিবেদনে ইন্ডিয়ান ব্যাংকে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রাখলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো।
ধরুন একজন বিনিয়োগকারী পাঁচ বছর মেয়াদে ইন্ডিয়ান ব্যাংকে ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। সেক্ষেত্রে ৬.৫ শতাংশ হারে সুদ দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। অর্থাৎ এক্ষেত্রে সুদ হিসেবে পাওয়া যাবে ৩৮,০৪২ টাকা। অর্থাৎ পাঁচ বছর পরে আপনি মোট রিটার্ন পাচ্ছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২ টাকা।