Flipkart delivery boy murdered after robbing a mobile worth 1.5 lakh

ক্যাশ অন ডেলিভারিই হল কাল! ১.৫ লাখের আইফোনের জন্য প্রাণ হারালো ফ্লিপকার্টের ডেলিভারি বয়

সম্প্রতি ফ্লিপকার্টের ডেলিভারি বয় খুন হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে লখনউতে। ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের নামে একাধিক আইফোন আনিয়ে ডেলিভারি বয়কে হত্যা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসছে, যা ই-কমার্স সেক্টরে কাজ করা কর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডেলিভারি করতে গিয়ে প্রাণ হারালো যুবক

বিগত ২৩ সেপ্টেম্বর লখনউতে ৩২ বছর বয়সী ভারত সাহু, যিনি ফ্লিপকার্টে একজন ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন, দুইটি মোবাইল ফোন ডেলিভারির উদ্দেশ্যে বের হন। তিনি তকরোহি এলাকায় গিয়ে গজানন নামের এক ব্যক্তিকে অর্ডার করা মোবাইলগুলো দেন। মোবাইলগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা এবং পেমেন্ট সিস্টেম ছিল ক্যাশ অন ডেলিভারি। তবে পেমেন্টের সময় গজানন টাকা দিতে অস্বীকার করে, এবং পরবর্তীতে ভারতের উপর আক্রমণ চালায়।

হত্যার চাঞ্চল্যকর কাহিনী

ভারতের সাথে ঝগড়া হওয়ার পর, গজানন তাকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় এবং গলা টিপে হত্যা করে। এরপর ভারতের মৃতদেহ একটি বস্তায় ভরে রেখে দেয়। হত্যার পরে গজানন তার বন্ধু আকাশকে ডেকে আনে এবং তারা দুজন মিলে মৃতদেহটি ইন্দিরা ক্যানালে ফেলে দেয়। ঘটনা চাপা দিতে তারা পরদিন সকালে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ফ্লিপকার্টের প্রতিক্রিয়া এবং তদন্তের অগ্রগতি

ফ্লিপকার্টের ম্যানেজার ভারত সাহুর মোবাইলে বারবার ফোন করলেও সাড়া না পেয়ে সন্দেহ করেন এবং তার পরিবার ও কোম্পানির লোকজনকে খবর দেন। পরে তারা খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে, ২৫ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে এবং গজানন ও তার সহযোগী আকাশের বিরুদ্ধে প্রমাণ পায়। আকাশকে গ্রেফতার করা হলেও, গজানন এখনও পলাতক।

ই-কমার্স কর্মীদের জন্য সতর্কবার্তা

এই মর্মান্তিক ঘটনা ডেলিভারি বয়দের জন্য একটি বড় সতর্ক সংকেত। ফ্লিপকার্ট ও অন্যান্য ই-কমার্স কোম্পানির উচিত তাদের কর্মীদের নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ই-কমার্সের বর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ফ্লিপকার্টের ভবিষ্যত পরিকল্পনা

ফ্লিপকার্ট ইতোমধ্যেই এই ঘটনার পরে তাদের সিকিউরিটি ব্যবস্থা পুনর্বিবেচনা করতে শুরু করেছে। ডেলিভারি বয়দের জন্য বিশেষ ট্রেনিং এবং নিরাপত্তা চেক বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া, ক্যাশ অন ডেলিভারি অপশন ব্যবহারকারীদের জন্যও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X