AC

Papiya Paul

মাত্র ২৫ হাজার টাকায় দেড় টন এসি! অফার শেষ হওয়ার আগে ঝটপট কিনে ফেলুন

নিউজশর্ট ডেস্কঃ যে হারে গরমের তাপমাত্রা বাড়ছে, এই অবস্থায় আমজনতা নাজেহাল হয়ে পড়ছে। শুধুমাত্র ফ্যানের হাওয়ায় এই গরমের মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। আর তাই অনেকেই বাড়িতে বাধ্য হয়ে এসি(AC) লাগাতে চাইছেন। ইতিমধ্যেই এসির চাহিদা তুঙ্গে।

   

বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানিগুলো গ্রাহকদের জন্য নানারকমের অফার নিয়ে এসেছে। গ্রাহকেরাও এই অফার গুলো গ্রহণ করছেন। কম দামে একটু ভালো জিনিস পাওয়ার চেষ্টা রয়েছে সকলের মধ্যে। আর এবার বছরের সেরা অফার চলে এসেছে। এবার এসি কেনার জন্য আর একগাদা টাকা খরচ করতে হবে না। মাত্র ২৫ হাজার টাকায় পাওয়া যাবে দেড় টন এসি।

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে এটি একেবারেই সত্যি। এই গরমে নাজেহাল হয়ে অনেকেই বাড়িতে এসি কিনছেন। তবে এসি লাগাতে অনেক সময় বেশি লাগছে। তবুও এসি ছাড়া কোনো উপায় মিলছে না। এবার গোদরেজ সবথেকে সস্তার দেড় টন থ্রি স্টার স্প্লিট এসির অফার দিচ্ছে। এই অফার পাওয়া যাবে ফ্লিপকার্টে।

আরও পড়ুন: PNB: এবার PNB-র গ্রাহকদের মাথায় হাত, একমাস পরে বন্ধ হয়ে যাবে প্রচুর অ্যাকাউন্ট!

এই এসিতে ৫ ইন ১ কনভার্টেবেল কুলিং সিস্টেম রয়েছে। এছাড়া ইনভার্টার প্রযুক্তি আছে। এর ফলে বিল কম আসবে। এই এসির দাম রয়েছে ৪৫ হাজার ৪০০ টাকা। তবে ফ্লিপকার্ট ডিলে আপনি এটি পাবেন ৩০,৯৯০ টাকায়। এছাড়া আপনার পুরনো এসির সঙ্গে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৫৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এক্ষেত্রে দাম হবে ২৫,১৯০ টাকা। এছাড়া এসবিআই কার্ড ব্যবহার করে এসি কিনলে আরো ডিসকাউন্ট পাওয়া যাবে।