Isha Ambani

anita

Isha Ambani: ১০ হাজার ঘণ্টা ধরে তৈরি গাউন যেন ফুলের স্বর্গরাজ্য, ইশা আম্বানির পোশাক দেখলে চোখ জুড়িয়ে যাবে

নিউজ শর্ট ডেস্ক: বিগত বছরগুলির মতো চলতি বছরেও মেট গালা ২০২৪ (Met Gala 2024)-এ অংশ নিয়েছিলেন ভারতীয় বিজনেস ওম্যান তথা মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানির (Nita Ambani) মেয়ে  ইশা আম্বানি (Isha Ambani)। এদিন গ্ল্যামারাস অবতারে হাজির হয়ে সব্বাইকে অবাক করে দিয়েছিলেন ইশা আম্বানি।

   

এদিন ইশার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। এই বছর গলার থিম ছিল সময়ের বাগান। এই থিম অনুযায়ীই এদিন ইশা আম্বানি পরেছিলেন এদকি দুর্দান্ত সুন্দর গোল্ডেন ফ্লোরাল গাউন। নিউইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের রেড কার্পেটে হাঁটার জন্য ইশা বেঁচে নিয়েছিলেন পোশাক শিল্পী রাহুল মিশ্রর ডিজাইন করা গোল্ডেন শাড়ি গাউন।

এদিন ইশার পরনে থাকা সোনালি-বেজ় রঙের গাউন দেখে এক মুহূর্তের জন্য যে কারও মনে হবে হাতে সাজানো ফুলের বাগান।সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি করা অসংখ্য রঙিন ফুলের কাজ করা সেই গাউনে দেখা যাচ্ছে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি, মৌমাছির দল। গাউন জুড়ে ঠাসা নকশি, জারদৌসি এবং অ্যাপ্ললিকের কারুকাজ একইসাথে যেন বহন করছিল রাজকীয়তা এবং নান্দনিকতা।

মেট গালা ২০২৪,Met Gala 2024,মুকেশ আম্বানি,Mukesh Ambani,নীতা আম্বানি,Nita Ambani,ইশা আম্বানি,Isha Ambani,ফুলের গাউন,Floral Gown,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এদিন ইশার পরনে থাকা এই পোশাক সম্পর্কে তাঁর স্টাইলিস্ট অনিতা শ্রফ আদজানিয়া জানিয়েছেন, হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে প্রকৃতির জীবনচক্রকে ফুটিয়ে তোলা হয়েছে ইশার পোশাকে। শাড়ি গাউনটির কাজ করতে ১০,০০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এতে রয়েছে নকশি, জরদৌসি ও অ্যাপ্লিকের কাজ।

আরও পড়ুন: দু-দু’বার UPSC সফল! এই মহিলা IAS অফিসারের সাফল্যের কাহিনী শুনলে গর্বিত হবেন

মেট গালা ২০২৪,Met Gala 2024,মুকেশ আম্বানি,Mukesh Ambani,নীতা আম্বানি,Nita Ambani,ইশা আম্বানি,Isha Ambani,ফুলের গাউন,Floral Gown,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এদিন ইশার এই লুককে সম্পূর্ণ করেছিল তাঁর সোনার গয়না সহ অন্যান্য অ্য়াকসেসরিজ গুলিও। এদিন আম্বানি কন্যার হাতে ছিল ট্র্যাডিশনাল পদ্ম শেপের ব্রেসলেট, তোতা পাখির মতো দেখতে কানের দুল এবং একটি ফুলের জিজাইনের চোকার। এছাড়াও সঙ্গে নিয়ছিলেন একটি জেড ক্লাচ ব্যাগ।