নিউজশর্ট ডেস্কঃ অনেকে যেমন নিজের বাগানে বা বাড়ির ছাদে বিস্তর এলাকা জুড়ে বাগান(Gardening Tips) করে থাকে। কেউ আবার অল্প একটু জায়গায় ব্যালকনিতেও ফুলের টব লাগিয়ে ছোট ছোট গাছ দিয়ে নিজের সাধের বাগান বানান। তবে সবকিছুতেই দরকার হয় সঠিক পরিচর্যার। প্রত্যেক ঋতুতে আবার এই ফুলের ধরন বদলে যায়। গ্রীষ্মকালে যে সমস্ত ফুলগুলো ফোটে, শীতকালে আবার সেই ফুলগুলো থাকে না. তখন আবার নতুন করে অন্য ফুলের চাষ করতে হয়।
বাড়িতে যদি আপনি সার তৈরি করেন তাহলে আপনার খরচটা অনেকটা কমে যাবে। এর জন্য প্রয়োজন কয়েক টুকরো আলু, কলা, অল্প ভিনিগার এবং নুন। প্রথমে আপনাকে একটি পাত্রে আলু কেটে রাখতে হবে। তারপর আস্ত কলা, এক চামচ ভিনেগার, এক চা চামচ নুন দিতে হবে। এরপরে ৫০০ মিলিলিটার জল দিতে হবে। এবার এই পাত্রটিকে ২-৩ দিন ছায়ায় রেখে দিতে হবে।
আরও পড়ুন: লাগবে না কোনো ডাক্তারের ওষুধ! বাড়ি বসে এই উপায়েই পেয়ে যান ঘন কালো চুল
পরে ওই পাত্রে আরো ৫০০ মিলিলিটার জল দিতে হবে। এই জল সপ্তাহে একবার গাছের গোড়ায় দিয়ে দিন। দেখবেন কিভাবে ফুলে ভরে উঠবে গাছ। এরফলে গাছের পোকামাকড় দূর হবে। এতে গাছ আরো তাড়াতাড়ি বাড়বে। আপনি চাইলে ফুলগাছ রোপনের আগেও এই সার তৈরি করে রাখতে পারেন। সেই সময় মাটির মধ্যে কাটা আলু এবং কাঁটা কলা দিয়ে দিন। তারপর গাছ রোপণ করুন। দেখবেন কত সুন্দর ফুল গাছ হবে আপনার গাছের টবে।