স্মার্ট ফোন,Smart Phone,মোবাইল চার্জ,Mobile Charge,বিপদ,Danger,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Mobile: মোবাইল চার্জে বসিয়ে ভুলেও করবেন না এই কাজ! ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা 

নিউজ শর্ট ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আজকের দিনে স্মার্ট ফোন (Smart Phone) ছাড়া এক মুহূর্ত চলে না কারও। স্মার্ট ফোনের দৌলতে পড়াশোনা হোক কিংবা অফিসের জরুরি তথ্য সবকিছুই এখন বন্দি থাকে এই মুঠো ফোনে। তাই মোবাইল এখনকার দিনে সকলেরই ব্যক্তিগত মূল্যবান সম্পদ। তাই এর সঠিক দেখভাল করার প্রত্যেকের দায়িত্বের মধ্যেই পড়ে।

কিন্তু অনেকেই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না। বিশেষ করে  মোবাইল চার্জে (Mobile Charge) বসানোর সময় বেশ কিছু ভুল করে থাকেন অনেকে। যার ফলে  চার্জারে আগুন লাগার মতোও বিপদ ঘটে যেতে পারে। তাই আজ আপনাদের জানাবো এমনই  কতগুলি জরুরি  টিপস। যা জানলে খুব সহজেই সমস্ত  ভুলগুলি এড়িয়ে চলতে পারবেন।

মোবাইল ফোনের চার্জার নিয়ে আর কোনো কিপটেমি নয়।ভুলেও নিজের স্মার্টফোনের জন্য কোনো সস্তার কিংবা অচেনা কোম্পানির চার্জার কিনবেন না। এই সমস্ত চার্জারে শুধুই যে স্লো চার্জ হয় তাই নয়, সেইসাথে এই ধরনের চার্জারগুলো হামেশাই অতিরিক্ত গরমও হয়ে যায়। তাই স্মার্টফোনের জন্য সবসময় ভাল কোম্পানিরই চার্জার ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয়, যে ফোন ব্যবহার করছেন, তার নিজস্ব চার্জার ব্যবহার করা।

স্মার্ট ফোন,Smart Phone,মোবাইল চার্জ,Mobile Charge,বিপদ,Danger,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মোবাইল চার্জারে বসানোর আগেই খেয়াল করুন চার্জারে  কোনও রকম সমস্যা আছে কিনা? যদি দেখা যায় প্লাগে ফাটল ধরেছে কিংবা কানেকশন আলগা হয়ে আছে অথবা তারে যদি কোনও রকম চির ধরে যায়  তাহলে আগে তা ঠিক করে নিয়ে, তারপরেই ব্যবহার করতে হবে। অসাবধানবশত এইভাবে ফোন চার্জ বসালে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে।

আরও পড়ুন: Jio, Airtel ও VI গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় পরিষেবা!

ফোন ফুল চার্জ হওয়ার সঙ্গে সঙ্গেই চার্জার থেকে ফোনটিকে আলাদা করে নিতে হবে। আসলে এমন অনেকেই আছেন যারা ফোন চার্জ হওয়ার পরেও চার্জারটি প্লাগ-ইন করে রেখে দেয়। তাই এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করতে হবে। আসলে ১০০% চার্জ হলেই আনপ্লাগ করে দিতে হয়। এতে ফোনের উপর খুব বেশি চাপ-ও পড়ে না। এই সমস্ত টিপস মেনে ফোন চার্জ দিলে ফোন এবং চার্জার দুটোই ভাল থাকবে, আর কোনোরকম বিপদের সম্ভাবনাও থাকবে না।

Avatar

anita

X