Bengali Serial

Zee Bangla: TRP-র কাছে হেরে গেল জনপ্রিয়তা! নতুন বছরেই শেষ দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়াল

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে যে কোনো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই এই টিআরপির অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায় অধিকাংশ বাংলা সিরিয়াল। তাই কারও বয়স মাত্র তিন মাস, তো কারও  বড়জোর ছ’মাস। এখনাকর দিনে এর বেশি আয়ু হয় না বেশিরভাগ বাংলা সিরিয়ালের। টেলিভিশনের পর্দায় এটাই নতুন ট্রেন্ড।

এবার টিআরপির অভাবে খুবই কম সময়ে হঠাৎ মাত্র চার মাসেই বন্ধ হতে বসেছে জি বাংলার (Zee Bangla) আরও একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মিলি’ (Mili)। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর জি বাংলার পর্দায় সফর শুরু হয়েছিল ‘মিলি’র। এই ধারাবাহিকে  প্রধান নায়িকার অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী খেয়ালী মন্ডল। আর তাঁর  বিপরীতে প্রধান নায়ক অর্জুনের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল।

মিলি খেয়ালি  অভিনীত দ্বিতীয় সিরিয়াল হলেও ছোট পর্দায় অনুভবের এটাই প্রথম বাংলা সিরিয়াল। তাই এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায়  প্রথম হাতেখড়ি হয়েছে তাঁর। যদিও তিনি আগে থেকেই ওয়েব সিরিজের জগতের পরিচিত মুখ। তবে শুরু থেকেই একেবারেই টিআরপি তালিকায় লাভের মুখ দেখছে না এই সিরিয়ালটি।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mili,মিলি,Ending Rumours,শেষের গুঞ্জন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

একেবারেই ভাল ফল করছে না এই সিরিয়ালটি। আর এখনকার দিনে কোন সিরিয়ালের টিআরপি না থাকলে তা চ্যানেল এবং প্রোডাকশন হাউস উভয়ের পক্ষেই  ক্ষতির কারণ। আসলে  দিনের শেষে সব সিরিয়াল মানেই ব্যবসা।

আরও পড়ুন: লুকোচুরি শেষ! অবশেষে প্রকাশ্যে এল পর্দার প্রতীক্ষার মনের মানুষের নাম পরিচয়

তাই টিআরপির অভাবে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হচ্ছে বেশিরভাগ বাংলা সিরিয়াল।  এবার এই তালিকায় নাম লেখাতে চলেছে মিলিও।শুরুতে দর্শকমহলে সিরিয়ালটি  নিয়ে ব্যাপক কৌতুহল তৈরি হলেও বিগত কয়েক মাসে প্রতিপক্ষ চ্যানেলের সামনে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারেনি   এই সিরিয়ালটি। তাই শুরু থেকেই টিআরপি তালিকায় পুরোপুরি ব্যর্থ মিলি।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mili,মিলি,Ending Rumours,শেষের গুঞ্জন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তাই বাধ্য হয়েই মিলি শেষ হয়ে যাওয়ার জল্পনায়  শিলমোহর  দিল জল্পনা  দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। জানুয়ারিতেই টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শেষ হবে।তাই  আগামী মাসেই এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং শেষ হয়ে যাবে।

Avatar

anita

X