Travel

Travel: খরচ নামমাত্র, বেড়িয়ে আসুন কলকাতার কাছের জমিদারি লোকেশনে, নিজেকে মনে হবে জমিদার!

নিউজশর্ট ডেস্কঃ দু’দিন পরেই শেষ হয়ে যাচ্ছে ২০২৩ সাল। পুরনোকে বিদায় জানিয়ে এবার নতুনকে স্বাগত জানানোর পালা। তবে এই বর্ষবরণের সময় অনেক মানুষই বাড়িতে বসে থেকে সময় কাটাতে ভালোবাসেন না। তাই এদিক-সেদিক ঘুরতে যাওয়ার পাশাপাশি অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন। আপনিও যদি কোথাও ঘুরতে জায়গার প্ল্যান করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

হাতে মাত্র দুদিনের জন্য সময় থাকলেও চিন্তা নেই। এই দু’দিন নেই আপনি হয়ে যেতে পারবেন জমিদার! শুনতে অবাক লাগলেও এরকম ফিলিংস আসবে এই জায়গায় ঘুরতে গেলে। চলুন তাহলে এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। বর্ষবরণের সময় হাতে দু’দিনের সময় নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন নদীয়ার আসাননগরে(Nadia Asannagar)। এখানে রয়েছে আসাননগর হেরিটেজ স্টে(Asannagar Heritage Stay)।

এখানে দুদিনের জন্য এলেও মন ভালো হয়ে যাবে আপনার। একেবারে জমিদারী আদলে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এখানে যে কয়দিন আপনি থাকবেন সেই কয়দিন আপনার নিজেকে জমিদার বলে ফিলিংস আসবে। এই বাড়িটির ভেতরের সমস্ত আসবাবপত্রই জমিদারি কায়দায় তৈরি করা হয়েছে। এখানে আগেকার দিনের মতো কাঠের চেয়ার, টেবিল, সোফা ও অন্যান্য আসবাবপত্র রয়েছে। এখানে আপনাকে সম্পূর্ণ কাসার থালা, গ্লাসে বাঙালি খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন: Google Search: ২০২৩-এ Google-এ কি কি সার্চ করলেন ভারতীয়রা? প্রকাশ্যে চমকে দেওয়ার মত তালিকা

সবথেকে বড় কথা এখানকার খাবারের বেশিরভাগ শাকসবজি নিজেদের ক্ষেত থেকে তৈরি করা হয়। সুতরাং এসব খাবারের স্বাদ আরো বেশি। আর গরমকালে গেলে আপনি এখানে এসির ব্যবস্থাও পাবেন। আর শীতকালে বাথরুমে রয়েছে গিজারের ব্যবস্থা। ফ্যামিলি কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে এখানে চলে আসতে পারেন অনায়াসে। আর সন্ধ্যেবেলা মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে রয়েছে বারবিকিউ করার ব্যবস্থা।

তবে এখানে আসার আগে অবশ্যই আগে থেকেই বুকিং করে আসতে হবে। আর বুকিং করার জন্য গুগল-এ গিয়ে সার্চ করতে হবে আসাননগর হেরিটেজ স্টে। সেখানেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে পারবেন। এখানে থাকা খাওয়ার সমস্ত কিছুই প্যাকেজ হিসেবে দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের! ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন এই নতুন লোকেশনে।

Papiya Paul

X