Business Idea

Papiya Paul

Business Idea: চাকরির চিন্তা ছাড়ুন, এই ২ জনপ্রিয় সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিলে মাসে মাসে কামাবেন লাখ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ এখন আর চাকরির জন্য হন্যে হয়ে বসে থাকা নয়, নিজের অর্থ উপার্জনের জন্য চাকরির বদলে অনেকেই ব্যবসা করতে চাইছেন। এক্ষেত্রে ব্যবসা করবো বললেই ব্যবসা শুরু করা যায় না। কোন ব্যবসায় লাভ হবে সেটা না জেনে ব্যবসা করলে প্রচুর লোকসান হয়ে যাবে। আর ব্যবসা শুরু করতে গেলে প্রচুর মূলধন এবং প্রয়োজনীয় কাঁচামালের প্রয়োজন হয়। যেগুলোর জন্য সমস্যায় পড়েন অনেকেই।

   

কিন্তু আপনি চাইলে বর্তমান সময়ে ফ্রাঞ্চাইজি ব্যবসা শুরু করে ভালো টাকা রোজগার করতে পারেন। এর জন্য বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ডের ফ্রাঞ্চাইজি খোলার অনুমতি দিয়ে থাকেন। আপনি চাইলে এই সুযোগকে কাজে লাগিয়ে মোটা টাকা রোজগার করতে পারেন। আজকের এই প্রতিবেদনে দুইটি জনপ্রিয় সংস্থার ফ্রাঞ্চাইজি ব্যবসা(Franchise Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) আমূল ফ্রাঞ্চাইজি: ভারতের জনপ্রিয় দুগ্ধজাত দ্রব্যের সংস্থা হল আমূল। আপনি চাইলে এই সংস্থার স্টোর খুলে সেখান থেকে মোটা টাকা রোজগার করতে পারেন। বিক্রি হিসেবে কমিশনে রোজগার করতে পারবেন। আমূলের আইসক্রিমের জন্য ২০ শতাংশ, চকলেট, পিজ্জা ইত্যাদি বেকারি আইটেমের জন্য ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়। তবে এই ব্যবসা শুরু করতে হলে আপনার প্রথমে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে। অর্থাৎ ১ লক্ষ টাকার মতো পুঁজি লাগবে। এরপরে এই ব্যবসা ঠিক ভাবে করতে পারলে মাসে ৫ লক্ষ টাকার বেশি রোজগার করা যাবে।

আরও পড়ুন: Savings Tips: মাসে ৩০ হাজার টাকা রোজগার করলে কত টাকা জমানো উচিত? রইল পুরোপুরি হিসেবনিকেশ

২) মাদার ডেয়ারি ফ্রাঞ্চাইজি: ভারতের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের আরেকটি জনপ্রিয় সংস্থা হল মাদার ডেয়ারি। এখানেও কমিশন হিসেবে রোজগার করা যায়। তবে এই ডিলারশিপ নিতে প্রায় ৫০ হাজার টাকা মত খরচ হবে। এছাড়া আরো অন্যান্য খরচ মিলিয়ে ১ লক্ষ টাকা খরচ হতে পারে। এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা যাবে।