Business Idea

Business Idea: ভুলে যান চাকরির চিন্তা, এই ৪ সংস্থার ফ্রাঞ্চাইজি নিলে রাতারাতি হবেন লাখপতি!

নিউজশর্ট ডেস্কঃ এখন চাকরির বদলে ব্যবসা(Business) করে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে প্রায় সকলের মধ্যেই রয়েছে। কারণ অনেকেই মনে করছেন চাকরির তুলনায় ব্যবসা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এর পাশাপাশি মোটা টাকা উপার্জন করা যাবে। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে প্রচুর মূলধন এবং প্রয়োজনীয় কাঁচামালের প্রয়োজন হয়। যেগুলোর জন্য সমস্যায় পড়েন অনেকেই।

কিন্তু আপনি চাইলে ফ্রাঞ্চাইজি ব্যবসা শুরু করে ভালো টাকা রোজগার করতে পারেন। বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ডের ফ্রাঞ্চাইজি খোলার অনুমতি দিয়ে থাকেন। আর এই সুযোগ সকলের জন্যই দেওয়া হয়। আপনি চাইলে এই সুযোগকে কাজে লাগিয়ে মোটা টাকা রোজগার করতে পারেন। আজকের এই প্রতিবেদনে বেশ কিছু ফ্রাঞ্চাইজি ব্যবসা(Franchise Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) আমূল ফ্রাঞ্চাইজি: ভারতের একটি জনপ্রিয় দুগ্ধজাত দ্রব্যের সংস্থা হল আমূল। আপনি চাইলে এই সংস্থার স্টোর খুলে সেখান থেকে মোটা টাকা রোজগার করতে পারেন। এক্ষেত্রে বিক্রির হিসেবে কমিশনে রোজগার করতে পারবেন। আমূলের আইসক্রিমের জন্য ২০ শতাংশ, চকলেট, পিজ্জা ইত্যাদি বেকারি আইটেমের জন্য ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়। তবে এই ব্যবসা শুরু করতে হলে আপনার প্রথমে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে। সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মাসে ৫ লক্ষ টাকার বেশি রোজগার করা যাবে।

আরও পড়ুন: Unique Business Idea: একগাদা খরচ নেই, শুধু এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, লাভের অঙ্ক দেখলে ঘুরবে মাথা

২) মাদার ডেয়ারি ফ্রাঞ্চাইজি: দুধ ও দুগ্ধজাত দ্রব্যের আরেকটি জনপ্রিয় সংস্থা হল মাদার ডেয়ারি। বহু পুরনো এই সংস্থা। এখানেও কমিশন হিসেবে রোজগার করা যায়। তবে এই ডিলারশিপ নিতে খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা মত। এছাড়া আরো অন্যান্য খরচ মিলিয়ে লাখখানেক টাকা খরচ হতে পারে। এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা যাবে।

৩) পতঞ্জলি ফ্রাঞ্চাইজি: আয়ুর্বেদিক দ্রব্য ও প্যাকেটজাত খাবারের একটি জনপ্রিয় সংস্থা পতঞ্জলি। তবে পতঞ্জলি ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য প্রায় ৭ লক্ষ টাকার কাছাকাছি খরচ হতে পারে এবং ৫০০ বর্গফুট জায়গার প্রয়োজন হবে। এই ব্যবসা করলেও মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা যায়।

আরও পড়ুন: Business Idea: প্রতিদিন ১ লাখ টাকা রোজগার করতে চান? এই ব্যবসাগুলো করলে রোজ কামাবেন লাখ টাকা

৪) অ্যাপেলো ফার্মেসি ফ্রাঞ্চাইজি:  ভারতের অন্যতম বড় ওষুধ মেডিকেল সামগ্রিক সংস্থা অ্যাপেলো ফার্মেসি। এক্ষেত্রে ভালো লোকেশন পছন্দ করতে হবে এবং অন্তত ৫০০ ফুট জায়গার প্রয়োজন হবে। এইক্ষেত্রে ফি বাবদ আপনাকে দিতে হবে ৫ লক্ষ টাকা। এই ব্যবসা করেও কয়েক লক্ষ টাকা রোজগার করা সম্ভব হয়।

Papiya Paul

X