বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফাতেহি, বিদেশী হয়েও বলিউডে রাজ করছেন এই ৭ সুন্দরী!

সারাবিশ্ব থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা বলিউডে এসে কাজে করেন। নেম অ্যান্ড ফেম তো বটেই, একইসাথে পারিশ্রমিকের অংকও হলিউডের চেয়ে কম কিছু নয়। বলিউডে তাই বিদেশিনীর সংখ্যাটা মোটেই কম নয়। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কারা কারা রয়েছেন।

১) নোরা ফাতেহি : বর্তমানে বলিউডে কাজ করা বিখ্যাত বিদেশিনীদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম বিখ্যাত অভিনেত্রী। মরোক্কান বংশোদ্ভুত হলেও নোরার বেড়ে ওঠা কানাডাতে। আজ সারাভারত তার নাচের স্টেপে মুগ্ধ।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

২) জ্যাকলিন ফার্নান্দেজ : ঠিক বিদেশী বলা উচিৎ নয় জ্যাকলিনকে। প্রতিবেশী দেশ শ্রীলংকাতে বেড়ে ওঠেন জ্যাকলিন। নিজের অভিনয় ক্ষমতার জোরে মাত লাগিয়ে দিয়েছেন তিনি।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

৩) ক্যাটরিনা কাইফ : অনেকই হয়তো জানেন না, কিন্তু ক্যাটরিনা কাইফ ও একজন বিদেশী অভিনেত্রী। “বুম” চলচ্চিত্র দিয়ে প্রবেশ করেছিলেন বলিউডে। এরপর বলিউডে একরকম ধুম মাচিয়ে দেন তিনি। সদ্যই ভিকি কৌশলকে বিয়ে করেছেন ক্যাটরিনা।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

৪) নার্গিস ফাখরি : নার্গিস ফাখরিকেও অনেকে ভাবতে পারেননি যে তিনি বিদেশী। কিন্তু আমেরিকার বাসিন্দা নার্গিস ফাখরি বলিউডের বহু ছবিতে কাজ করেছেন।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

৫) অ্যামি জ্যাকসন : নাম থেকে বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে যে, তিনি ভারতীয় নাগরিক নন। কিন্তু অ্যামি কাজ করেছেন বলিউডে। ‘সিং ইজ কিং’, ‘রোবট ২.০’-এর মতো বহু ছবিতে দেখা গিয়েছে তাকে।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

৬) সানি লিওন : বিগ বস-এ উপস্থিত হওয়ার পর অনেক শিরোনামে রয়েছেন সানি লিওন। পর্নোগ্রাফির দুনিয়া ছেড়ে চলে আসেন ভারতে। এরপর অনেক বলিউড ছবিতে কাজ করেছেন।

বলিউড,বিদেশি অভিনেত্রী,বিনোদন,Bollywood,Foreign Actress,Entertainment

৭) আলি আব্রাম : আলি আব্রাম আজ ভারতে খুব জনপ্রিয় এক অভিনেতা। কিন্তু তিনিও ভারতীয় নন!

Avatar

Moumita

X