John Abraham

নায়ক নয়, ভিলেন হয়েই দর্শক মাতিয়েছেন জন, রইল অভিনেতার ভিলেন চরিত্রের সিনেমার তালিকা

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম (John Abraham) তার বডি এবং অভিনয়ের জন্য বিশেষ পরিচিত। নায়ক (Hero) থেকে শুরু করে খলনায়ক (Villain), পার্শ্ব চরিত্র সবেতেই সমান দক্ষ তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে ‘পাঠান’ (Pathan) ছবিতে। শাহরুখের (Shahrukh Khan) বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে জন খলনায়কের ভূমিকায় এই প্রথম নয়। এর আগেও তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। তো চলুন জেনে নিই সেই সব ছবির নাম।

১. ধুম : জন আব্রাহামের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘ধুম’। এই ছবির হাত ধরেই আসে কাঙ্খিত সাফল্য। ফিল্মফেয়ারে সেরা ভিলেন পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি।

২. রেস 2 : ছবিতে আরমান মালিকের ভূমিকায় অভিনয় করেছেন জন। তবে অভিনয়ের চেয়েও বেশি জনপ্রিয় হয় তার হেয়ারস্টাইল। সেইসময় বেশ ট্রেন্ডে ছিল এটি।

৩. শুটআউট এট ওয়াডালা : এই ছবিতে তিনি আন্ডারওয়ার্ল্ড ডন মান্য সুরভে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় সমালোচক থেকে সাধারণ মানুষ সবার কাছে প্রশংসিত হয়েছিল।

৪. এক ভিলেন রিটার্নস : মোহিত সুরি পরিচালিত ছবিতে ভৈরব পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছিলেন জন। এই ছবিতেও তার অভিনয় দর্শকরা দারুণ পছন্দ করেছেন।

৫. মুম্বই সাগা : ২০২১ সালে মুক্তি পায় সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘মুম্বই সাগা’। ছবিতে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা।

৬. নিউইয়র্ক : YRF-এর ব্যানারে তৈরি ছবি ‘নিউইয়র্ক’এ একজন সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেছেন জন। একটি ছেলে যাকে প্রথমে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং পরে মার্কিন সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সত্যিকারের সন্ত্রাসী হয়ে ওঠে।

৭. জিন্দা : জিন্দা ছবিতে একজন অপহরণকারী রোহিত চোপড়ার চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। যেখানে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে সঞ্জয় দত্ত অর্থাৎ বলজিৎ রায়কে অপহরণ করে।

Avatar

Moumita

X