দোল উৎসব,শান্তিনিকেতন,উদয়পুর,পুরুলিয়া,মথুরা,বৃন্দাবন,Dol Festival,Santiniketan,Mathura,Vrindavan,Udaypur,Purulia

Moumita

উদয়পুর থেকে বৃন্দাবন, হোলির ছুটিতে ঘুরে আসুন এই ৪ জায়গা থেকে, মন ভালো হবে আপনার

দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। পাতাঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। আর সেইদিন বাড়িতে বাড়িতে চলে ভুরিভোজ। চলে রং খেলা, আবিরের ফোয়ারা। তবে আপনি যদি এবারের দোলে একটু আলাদাভাবে আনন্দ পেতে চান তাহলে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে।

   

শান্তিনিকেতন : দোলের সবচেয়ে বড় আখড়া হল শান্তিনিকেতন। কলকাতা থেকে ঘন্টাচারেকের দূরত্বে অবস্থিত এই জায়গায় আলাদাই লোকসমাগম হয়। রং খেলার পাশাপাশি বিশ্বভারতীর সাংস্কৃতিক উৎসব দেখার সুযোগও মিলবে।

দোল উৎসব,শান্তিনিকেতন,উদয়পুর,পুরুলিয়া,মথুরা,বৃন্দাবন,Dol Festival,Santiniketan,Mathura,Vrindavan,Udaypur,Purulia

পুরুলিয়া : বসন্তে ঘুরতে যাওয়ার জন্য পুরুলিয়াও একটি ভালো অপশন। এই সময় পলাশের রঙে রাঙা হয়ে থাকে সবদিক। রং খেলার পাশাপাশি ছৌ নাচ, দরবারী ঝুমুর, নাটুয়া নাচ এবং বাংলার বাউল গানের আনন্দও নিতে পারবেন আপনি।

দোল উৎসব,শান্তিনিকেতন,উদয়পুর,পুরুলিয়া,মথুরা,বৃন্দাবন,Dol Festival,Santiniketan,Mathura,Vrindavan,Udaypur,Purulia

মথুরা-বৃন্দাবন : গোটা দেশের মধ্যে নজরকাড়া অনুষ্ঠান হয় মথুরা-বৃন্দাবনে। উত্তরপ্রদেশের নন্দগাঁও, বারসানায় আবার হোলির আগে থেকে শুরু হয় লাঠমার হোলি। এই সময়টা চারিদিক কেবল আবির আর ফুলের পাঁপড়িতে ভরে থাকে। হিন্দুদের সংস্কৃতি দেখতে হলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসুন। বিদেশ থেকেও মানুষ আসে এখানে।

দোল উৎসব,শান্তিনিকেতন,উদয়পুর,পুরুলিয়া,মথুরা,বৃন্দাবন,Dol Festival,Santiniketan,Mathura,Vrindavan,Udaypur,Purulia

উদয়পুর : উদয়পুরের দোল উৎসবও ব্যাপক জনপ্রিয়। একটু খরচ সাপেক্ষ বটে। তাই সাধ্যে কুলোলে টুক করে ঘুরে আসুন উদয়পুর থেকে। এই অনুষ্ঠানের আয়োজন করেন মেওয়ারের রাজ পরিবার। রাজবাড়ির ঘোড়া, ঘোড়ার গাড়ি আর ব্যান্ড নিয়ে হয় শোভাযাত্রা। পাশাপাশি থাকে আবির আর ফুলের সমারোহ।