Arijit

বক্স অফিসে ১৬০ কোটির ব্যবসা করে ‘গাঙ্গুবাঈ’-কে ছিটকে দিল দক্ষিণী সিনেমা ‘ভালিমাই’

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সিনেমা হল গুলি বন্ধ ছিল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয়নি সিনে প্রেমীদের। করোনা পরিস্থিতি কাটিয়ে আসতে আসতে গোটা দেশ স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে গিয়েছে সিনেমা হল গুলি। আস্তে আস্তে দর্শকরা হলমুখী হতে শুরু করেছে।

   

কয়েকদিন আগে আল্লু অর্জুনের পুষ্পা ছবি রিলিজ করার পর দর্শকরা হল মুখী হতে শুরু করে। পুষ্পা ছবি দেখার জন্য সিনেমা হলে ভীড় করতে শুরু করে ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকরা। সারা দেশের পাশাপাশি বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছিল এই ছবি। ভেঙে দিয়েছে অনেক বলিউড সিনেমার রেকর্ডও।

তারপর থেকে ধীরে ধীরে বেড়ে চলেছে দক্ষিণের সিনেমা দেখার প্রবণতা। গত কয়েকদিনে লাগাতার হিন্দি, তেলেগু, মারাঠি বেশ কয়েকটি হেভি ওয়েট ছবি মুক্তি পেয়েছে। বলিউডে রিলিজ করেছে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’। তামিলে সুপারস্টার অজিত কুমার এর ‘ভালিমাই’। তেলুগু ইন্ডাস্ট্রিতে পবন কল‍্যাণের ‘ভীমলা নায়ক’।

দক্ষিণের সিনেমার বাড় বাড়ন্ত দেখার পর বলিউড ভক্তরা ভেবেছিলেন হয়তো আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ এবার দক্ষিণী সিনেমাকে টেক্কা দেবে। কিন্তু বাস্তবে সেটা হল না। ফের বলিউডকে টেক্কা দিল দক্ষিণী সিনেমা।

শুরুতেই বাজিমাত করেছে ‘গাঙ্গুবাই’। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে 10.5 কোটি টাকার ব্যবসা করে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই’। তবে শুরুতে ধামাকা দেখালেও পরবর্তীতে আশানুরূপ ফল করতে পারেনি গাঙ্গুবাঈ। আটকে গিয়েছে 40 কোটিতেই। অপরদিকে গোটা বিশ্বে চার দিনে 159.75 কোটি টাকার ব‍্যবসা করেছে ‘ভালিমাই’। অন্যদিকে, পবন কল্যাণের ছবি পর মাত্র 3 দিনে গোটা বিশ্বে 128 কোটি টাকার ব‍্যবসা করেছে।