Solanki Roy

Moumita

অভিনেত্রী হতে চাননি, ‘গাঁটছড়া’র পর বদলে গিয়েছে জীবন, সিনেমার গল্পকে হার মানাবে শোলাঙ্কির জীবন

বাংলা টেলিভিশনের (Television) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। সেই কোন ‘ইচ্ছেনদী’ (Icche Nodee) সিরিয়াল (Bengali Serial) থেকে শুরু হয়েছিল তার পথ চলা। তারপর বিগত কয়েক বছর ধরে ভালোই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে একথা খুব কম মানুষই জানেন যে, শোলাঙ্কি কিন্তু মোটেও অভিনেত্রী হতে চাননি।

   

আজকের দিনে নিজগুণে ব্যাপক জনপ্রিয়তা পেলেও একটা সময় তিনি অভিনয় জগতে আসার করা ভাবেননি। তবে টলিউডে পা রাখার পর থেকে ইচ্ছেনদী, ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে স্টার জলসার ‘গাঁটছড়া’র মত ধারাবাহিকে কাজ করেছেন শোলাঙ্কি। এসবের মধ্যে ‘ইচ্ছে নদী’র মেঘনা এবং ‘গাঁটছড়া’র খড়ি চরিত্র দুটি দারুন জনপ্রিয়তা পেয়েছে।

টেলিপাড়ার পাশাপাশি টলিউডেও তার অবাধ বিচরণ। পা রেখেছেন ওয়েব সিরিজের দুনিয়াতেও। সে যাই হোক, এমতাবস্থায় অনেকেই জানতে চান যে, পর্দার খড়ির সাথে বাস্তবের শোলাঙ্কির ঠিক কতটা মিল রয়েছে? একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

‘মিরচি পডকাস্ট চলো বসা যাক’-এ আরজে সৌমকের মুখোমুখি বসেছিলেন শোলাঙ্কি। সেখানে সৌমকের উত্তরে শোলাঙ্কি জানিয়েছেন খড়ি চরিত্রটির সঙ্গে বাস্তবেও দারুন মিল রয়েছে। তিনি ঠিক খড়ির মতোই স্পষ্টবাদী। তবে খড়ি যেমন সবসময়ই নিজের স্পষ্টবাদী চরিত্রটা ধরে রাখতে পারে তিনি তেমনটা পারেন না।

Solanki Roy

পাশাপাশি তিনি এটাও জানান যে, খড়ি তার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে। লকডাউনের সময় তার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। এই চরিত্রটা আসার পর তিনি অনেকখানি বাঁচতে শিখেছেন। যদিও তিনি অভিনেত্রী নন, বরং একজন দক্ষ সাংবাদিক হতে চেয়েছিলেন তবে রূপকথার গল্পের মত বদলে গেছে তার জীবন।

Solanki Roy

যদিও এই জীবনটা নিয়েও কোনো আক্ষেপ তো তার নেইই উলটে তিনি দারুণ উপভোগ করেন। কেরিয়ারের শুরুর কথা বলতে গিয়ে তিনি জানান, হঠাৎ করেই একদিন অভিনয়ের সুযোগ এসেছিল। সেইসময় একটু চট জলদির মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিলনা আজকের শোলাঙ্কি সেটা মনে প্রানে বিশ্বাস করেন।