Sean Anushka

anita

Star Jalsha: আর নয় পার্শ্ব চরিত্র! এবার নতুন সিরিয়ালে শনের নায়িকা হয়ে ফিরছেন ‘গাঁটছড়া’র বনি

নিউজ শর্ট ডেস্ক: ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে (Anushka Goswami) মনে আছে নিশ্চই। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)-তে অত্যন্ত জনপ্রিয় একটি পার্শ্ব  চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আসলে  প্রধান নায়িকা খড়ির বোন বহ্নিশিখা ওরফে বনির (Boni) ভূমিকায় অভিনয় করেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের।

   

সিরিয়ালের শুরুর দিকে টমবয় আর পরে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল বনিকে (Boni)। তবে শুরু থেকেই দর্শকরা বলে এসেছেন বনি অভিনেত্রী অনুষ্কাকে এত সুন্দর দেখতে যে তাঁর-ও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করা উচিত।

তবে গাঁটছড়া শেষ হওয়ার পর এই অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন এই অভিনেত্রী। আসলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসার পর্দায় আসতে চলেছে জনপ্রিয় লেখিকা লিনা গাঙ্গুলির ম্যাজিক মোমেন্টস প্রযোজিত  একটি নতুন ধারাবাহিক।

Bengali Serial

আর এই ধারাবাহিকের হাত ধরেই  প্রধান নায়ক হয়ে কামব্যাক করতে চলেছেন ‘মনফাগুন’ সিরিয়ালের ঋষি সেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ অভিনেতা নিজেও। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এই মুহূর্তে এই নতুন ধারাবাহিকের শনের  বিপরীতে নায়িকা বাছাইয়ের কাজ চলছে।

আরও পড়ুন: ভালো TRP থাকতেও মাঝপথে সিরিয়াল ছাড়লেন ‘শ্যামলী’ শ্বেতা! মাথায় হাত ভক্তদের

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন সিরিয়াল,New Serial,স্টার জলসা,Star Jalsha,লীনা গাঙ্গুলি,Leena ganguly,অনুষ্কা গোস্বামী,Anushka Goswami,গাঁটছড়া,Gantchora,বনি,Boni,শন ব্যানার্জি,Sean Banerjee,মনফাগুন,Monphagun,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সূত্রের খবর শনের বিপরীতে নায়িকা হিসেবে ইতিমধ্যেই লুক সেট হয়েছে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর। তবে তিনি সিলেক্ট হয়েছেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তাই যদি সব ঠিক থাকে তাহলে আগামী দিনে এই নতুন ধারাবাহিকে শনের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে গাঁটছাড়া সিরিয়ালের বনিকে।