Gardening Tips

Gardening Tips: বেশি কিছু নয়, মাত্র ২ টি কাজেই পিটুনিয়া গাছে ভরবে ফুল, সবাই তাকাবে বাগানের দিকে

নিউজশর্ট ডেস্ক: বহু মানুষেরই বাগান করার খুব শখ থাকে। আর এই বাগান নিজের বারান্দা হোক কিংবা ছাদ দুই জায়গাতেই মনের মতো করে সাজাতে কোনো রকম বিলম্ব করেন না মানুষ। তবে বাগানে শুধুমাত্র যে গোলাপ কিংবা গাঁদা ফুল ফুটবে এমন নয়। এখন এমন অনেক আধুনিক ফুল বাগানে চাষ করেন অনেকেই। এমনই একটি জনপ্রিয় ফুল হল পিটুনিয়া ফুল(Petunia Flower)।

শীতের এই মরশুমে এই ফুলের বাগান মন জিতে নেয় যে কারোর। বিভিন্ন রঙে দেখা যায় এই ফুলকে। এমনকি একটি ফুলে একাধিক রঙ দেখতে পাওয়া যায়। কিন্তু বহু মানুষ অভিযোগ করছেন যে পিটুনিয়া গাছের যত্ন করলেও সেভাবে ফুল হচ্ছে না।

তবে একটা কথা বলে রাখি, এই গাছের জন্য খুব বেশি পরিচর্যার(Gardening Tips) প্রয়োজন হয় না। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে পিটুনিয়া গাছের দ্বিগুণ ফুল পাওয়া যাবে। সেই সহজ টিপস জেনে নিন। এইভাবে যদি যত্ন নেওয়া যায় তাহলে শীতের পর বসন্ত ও গরমের শুরুতেও পিটুনিয়া গাছে ফুল ফুটবে।

Gardening Tips,Bangla Khobor,Petunia Flower

আরও পড়ুন: দীঘা-দার্জিলিং যাওয়া পর্যটকদের জন্য রেলের বিরাট উপহার, এবার আরো সহজে পৌঁছাবেন গন্তব্যে

এর জন্য পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হবে। এটির মাথায় বেশি বাড়তে দেওয়া যাবে না। সাইডের দিকে ঝাকড়া করে তুলতে হবে। এছাড়া এটিকে বেশি লম্বা হতে দেওয়া যাবে না। এই গাছের আগার অংশে রোজ পিঞ্চিং করে যেতে হবে। তাহলে চারিদিক থেকে নতুন শাখা-প্রশাখা বেরোবে।

Gardening Tips,Bangla Khobor,Petunia Flower

আর পিঞ্চিং-এর পর জৈব তরল সার দিয়ে দিতে হবে। এছাড়া বিভিন্ন তরকারির খোসার সঙ্গে সর্ষের খোল পচা জল মিশিয়ে এবং সেটিকে মজিয়ে সার তৈরি করা যায়। আর এই গাছ বসানোর পরে প্রথম দশ দিন ছায়ায় রাখতে হবে এই গাছের চারাগুলোকে। এরপর দেখতে হবে, জল দিয়ে সেই জল কতটা টানতে পারছে। একদিন জল দেওয়ার পর যদি মাটি ভিজে থাকে তাহলে পরদিন আর জল দেওয়া যাবে না। এই গাছটিকে সরাসরি রোদের আলোর সংস্পর্শে আনা যাবে না। এইভাবে যদি নিয়ম মেনে চলা যায় তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে।

Papiya Paul

X