Gardening Tips

Papiya Paul

Gardening Tips: দরকার নেই বেশি যত্নের, কম যত্নেই ফুটবে গোছা গোছা ফুল, শুধু করুন এই ৫ টি কাজ

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষই নিজের বাড়িতে ছাদে কিংবা উঠোনে বাগান করে থাকেন। এই বাগানে নিজের পছন্দমত ফুল এবং সবজির চাষ করেন। অনেক সময় দেখা যায় অনেক যত্নআত্তি(Gardening Tips) করার পরেও পর্যাপ্ত পরিমাণে ফুল ফোটে না কিংবা গাছে সবজি হয় না। তখন কিভাবে এই সমস্যার সমাধান হবে তার সন্ধান করতে থাকেন বাগানপ্রেমী মানুষেরা। আজকের এই প্রতিবেদনে আপনাদের এই সমস্যার সমাধান রইল।

   

আপনার বিশেষ জ্ঞান বা অতিরিক্ত যত্ন ছাড়াও কিছু কিছু গাছে ফুল ফোটাতে পারবেন। এক্ষেত্রে বেশকিছু বেসিক জিনিস রয়েছে যা জেনে রাখা জরুরী। সব সময় ভালো মাটিতে গাছ বসাতে হবে। নিজে যদি মাটি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে নার্সারি থেকে ভালো মাটি কিনুন। আর সবসময় মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টবে গাছ বসালে সেটি ভালো হয় না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন।

টবের তলায় যেন জল বের হওয়ার জায়গা থাকে। আর গাছের গোড়ায় জল যাতে না জমে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনি যখন গাছে জল দেবেন তার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে টবের গর্ত থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসে সেই রকম ব্যবস্থা করতে হবে। আর এই পাঁচটি ফুল গাছে অতিরিক্ত যত্ন না নিলেও তরতরিয়ে ফুল ফুটবে। চলুন সেই তালিকা দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: Gardening Tips: মাত্র অল্প দিনেই দেখুন কামাল, এই একটি জিনিস করলেই গোছা গোছা ফুল ফুটবে আপনার বাগানে

জবা: জবা ফুলের ডাল কেটে বসিয়ে নিলে গাছ হয়ে যায়। প্রথমে গাছ বারবার ছেঁটে ঘন করে দিতে হবে। তাহলে বেশি মাত্রায় ফুল ফুটবে। এই গাছের জন্য অতিরিক্ত যত প্রয়োজন হয় না।

বোগানডেলিয়া: অনেকেই কাগজফুল হিসেবে ডেকে থাকেন। হলুদ, লাল, সাদা, বেগুনি ইত্যাদি নানা রঙের কাগজ ফুল হয়। এক্ষেত্রে ফুল গাছ নেওয়ার আগে অবশ্যই ছোট পাতার জাত দেখে নেবেন। এই গাছে মাটি সম্পন্ন শুকিয়ে গেলে তারপরে জল দেবেন।

রঙ্গন: এই গাছেরও বেশি যত্নের প্রয়োজন হয় না। সকালে বেশি মাত্রায় জল পাওয়ার ফলে এই গাছে ফুল প্রচুর হয়। তবে ঠিকভাবে ডাল ছেঁটে দিলে সেটি ঘন হয় এবং দেখতে সুন্দর লাগে।

টিকমা: আপনার বাড়িতে যদি অনেক জায়গা থাকে তাহলে এই গাছ বসাতে পারেন। এই গাছের ক্ষেত্রেও যত্নের বেশি প্রয়োজন হবে না। এখানে সুন্দর হলুদ রঙের ফুল প্রচুর পরিমাণে হবে যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে।

অ্যাডেনিয়াম: এই গাছ কিনতে গেলে আপনাকে বেশ কিছুটা টাকা বেশি খরচ করতে হবে। অনেকে এই গাছকে মরু গোলাপ বলে ডাকে। এই গাছে কড়া রোদের প্রয়োজন হয়। তবে মনে রাখবেন এই গাছের গোড়ায় কোনোভাবেই যাতে জল না জমে জল জমলে কিন্তু এই গাছ মরে যাবে।